Brazil Football Neymar: ফুটবলে ব্রাজিলের পতনের নয়া নজির, ভেনেজুয়েলার কাছে আটকে গেলেন নেইমাররা

টানা পাঁচটা বিশ্বকাপে খালি হাতে ফেরা ব্রাজিল ফুটবলের পতন নিয়ে জোর চর্চা চলছে। তারই মাঝে নেইমারদের পতনের নয়া নজির।

Neymar। (Photo Credits: Flickr)

টানা পাঁচটা বিশ্বকাপে খালি হাতে ফেরা ব্রাজিল ফুটবলের পতন নিয়ে জোর চর্চা চলছে। তারই মাঝে নেইমারদের পতনের নয়া নজির। দুর্বল ভেনেজুয়ালের কাছে আটকে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ। ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে দেশের মাটিতে টানা ১৫টি ম্যাচ জয়ের পর থামল ব্রাজিল। ম্যাচের ৮৫ মিনিটে এদুয়ার্দো বেলোর বাইসাইকেল কিকে ব্রাজিলকে রুখল ভেনেজুয়ালা।

ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা হওয়ার পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে নেমে হতাশ করলেন নেইমার। নেইমারকে রুখে দিলেন ভেনেজুয়ালের ডিফেন্ডাররা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের ৫০ মিনিটে ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহেস। কিন্তু শেষ অবধি বেলোর বাইসাইকেল কিকে ব্রাজিলের পয়েন্ট নষ্ট হল।

দেখুন ভেনেজুয়ালকে সমতায় ফেরানো বেলোর বাইসাইকেল কিকে করা গোল

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিল ১৭টি ম্য়াচ খেলে মাত্র ৩টে-তে ড্র করেছিল। সেখানে এবার তৃতীয় ম্যাচে এসেই পয়েন্ট খোয়ালেন নেইমাররা। অন্যদিকে, নিকোলাস ওটামেন্ডির গোলে প্যারাগুয়েকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে মেসিরা এখন বিশ্বকাপের যোগ্যতাপর্বে লাতিন আমেরিকা জোনে সবার আগে।