Australian Open 2022: রাফার কায়দাতেই থ্রিলার জিতে সেমিতে নাদালের প্রতিপক্ষ বারেত্তিনি
একেবারে রাফায়েল নাদালের কায়দাতেই কোয়ার্টার ফাইনালে জিতলেন শেষ চারে তাঁর প্রতিপক্ষ ইতালির মাতেও বারেত্তিনি। শেষ আটের ম্যাচে ফ্রান্সের অভিজ্ঞ মনফিঁসের বিরুদ্ধে প্রথম দুটি সেটে ৬-৪, ৬-৪ জিতে নিশ্চিত ম্যাচ বের করার জায়গায় ছিলেন।
মেলবোর্ন , ২৫ জানুয়ারি: একেবারে রাফায়েল নাদালের কায়দাতেই কোয়ার্টার ফাইনালে জিতলেন শেষ চারে তাঁর প্রতিপক্ষ ইতালির মাতেও বারেত্তিনি। শেষ আটের ম্যাচে ফ্রান্সের অভিজ্ঞ মনফিঁসের বিরুদ্ধে প্রথম দুটি সেটে ৬-৪, ৬-৪ জিতে নিশ্চিত ম্যাচ বের করার জায়গায় ছিলেন। কিন্তু সেখান থেকে মনফিঁস ৬-৩, ৬-৩ পরের দুটি সেট জিতে ম্যাচ জমিয়ে দেন। তবে পঞ্চম তথা নির্ণায়ক সেটে ৬-২ জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন বারেত্তিনি। গত বছর এই বারেত্তিনিই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন। এবার প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে উঠলেন বারেত্তিনি।
আজ, সকালে পুরুষদের প্রথম কোয়ার্টার ফাইনালে যেমন শাপোভালোভ-এর বিরুদ্ধে নাদাল প্রথম সেট অনায়াসে জয়ের পর, তারপরের দুটি সেটে হেরে চাপে পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নাদালও নির্ণায়ক সেটে জিতে ম্যাচ বের করে নিয়েছিলেন। পাঁচ সেটের দুরন্ত লড়াইয়ে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) সেমিফাইনালে উঠলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোয়ার্টার ফাইনালে কানাডার ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে প্রথম দুই সেটে অনায়াসে জয়ের পরেও পাঁচ সেটের কঠিন লড়াই সামলে জিততে হল নাদালকে। মঙ্গলবার, রড লেভার এরিনায় কোয়ার্টার ফাইনালে প্রথম দুটি সেটে নাদাল জিতেছিলেন ৬-৩, ৬-৪-এ।
তারপর শাপোভালোভ দারুণভাবে ম্যাচে ফিরে ৬-৪, ৬-৩ দুটো সেট জিতে ম্যাচ জমিয়ে দেয়। এরপর পঞ্চম তথা নির্ণায়ক সেটে নাদাল ৬-৩ জিতে ম্যাচ বের করে নেয়। এবার নিয়ে মোট সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন স্প্যানিশ কিংবদন্তী। নাদাল জেতেন ৬-৩, ৬-৪, ৪-৬,৩-৬, ৬-৩-এ।