ICC World Cup 2019: প্রথম ম্যাচে এমন এক কীর্তি বেন স্টোকসের, যা এর আগে হয়েছে মাত্র একবার
গতকাল, বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপ ২০১৯ (Cricket World Cup 2019)-এর উদ্বোধনী ম্যাচের নায়ক ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। দক্ষিণ আফ্রিকা (South Africa)-র বিরুদ্ধে মোক্ষম সময়ে ব্যাট হাতে ৮৯ রান করার পর, বল হাতে দুটি উইকেট ও ফিল্ডিংয়েও দুটি ভাল ক্যাচ নিয়ে চমকে দেন স্টোকস।
লন্ডন, ৩১মে: গতকাল, বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপ ২০১৯ (Cricket World Cup 2019)-এর উদ্বোধনী ম্যাচের নায়ক ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। দক্ষিণ আফ্রিকা (South Africa)-র বিরুদ্ধে মোক্ষম সময়ে ব্যাট হাতে ৮৯ রান করার পর, বল হাতে দুটি উইকেট ও ফিল্ডিংয়েও দুটি ভাল ক্যাচ নিয়ে চমকে দেন স্টোকস। ব্যাট হাতে ৮০ প্লাস রান, বল হাতে দুটি উইকেট ও দুটি ক্যাচ নিয়ে বড় একটা কীর্তির ক্লাবে ঢুকলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। বিশ্বকাপে একই ম্যাচে অন্তত ৮০ রান, দুটি উইকেট ও দুটি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়লেন বেন স্টোকস।
অলরাউন্ডারদের কৃতিত্বের ক্লাবে এতদিন ছিলেন শুধু অরবিন্দ ডিসিলভা। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে মাত্র একজনই কোনও ক্রিকেটার একই ম্যাচে নজির গড়েছিলেন। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিসিলভা করেছিলেন অপরাজিত ১০৭ রান, বল হাতে তিন উইকেট নেন। এবং পাশাপাশি দুটি ক্যাচও নিয়েছিলেন ডিসিলভা।
শুক্রবার ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে যেভাবে উড়িয়ে দিল আয়োজক দেশ ইংল্যান্ড, তাতে বোঝা গেল কেন তাদের সবাই ফেভারিট হিসেবে দেখছে। ফাফ দুপ্লেসিস-র দলকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুটা দারুণ করল ইয়ন মরগ্যানের দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দক্ষিণ আফ্রিকা পরাস্ত করল ইংল্যান্ড। ব্রিটিশদের জয়ের মূল কারিগর ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।