BCCI President: ভারতীয় ক্রিকেট প্রশাসনে শেষ হল সৌরভ রাজ, বার্ষিক সভায় রজারের হাতে তুলে দেওয়া হল ক্রিকেট বোর্ডের রাজত্ব

মঙ্গলবার মুম্বইতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের ৯১ তম বার্ষিক সাধারণ সভায় শেষ হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি।

মঙ্গলবার মুম্বইতে অনুষ্ঠিত  বিসিসিআইয়ের(Board of Control for Cricket in India ) ৯১ তম বার্ষিক সাধারণ সভায় (91st Annual General Meeting) শেষ হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি (Roger Binny)।১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনিকে বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত করা হয়।

Former India cricketer Roger Binny appointed as the next BCCI President taking over from Sourav Ganguly.

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।গত তিন বছর ধরে (২০১৯-২০২২) বোর্ডের সভিপতির পদে  ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজেদের সংবিধান সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়েছিল, যার ফলে আশা করা হয়েছিল যে সৌরভকে দ্বিতীয় বারের সুযোগ দেওয়া হবে। কিন্তু হঠাৎই খেলার রং একেবারে বদলে গেল। সৌরভের পরিবর্তে ভারতীয় ক্রিকেটের মসনদে বসলেন রজার বিনি। সৌরভ গেলেও  বার্ষিক সভায়  আবারও সচিব পদে রেখে দেওয়া হয়েছে জয় শাহকে। বোর্ডের বাকি পদাধিকারীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বিসিসিআই-এর অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সচিব জয় শাহ, আশিস শেলার (কোষাধ্যক্ষ), রাজীব শুক্ল (ভাইস প্রেসিডেন্ট) (Rajiv Shukla)এবং দেবজিৎ সাইকিয়া (যুগ্ম সচিব)। বর্তমান কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আইপিএলের নতুন চেয়ারম্যান হ য়েছেন।

মুম্বাইয়ের বার্ষিক সভার পর বিদায়ী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বলেন- 'আমি (রজার বিনিকে) আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। আশা করছি, নতুন গ্রুপ ভারতীয় ক্রিকেটকে সাফল্যের একটা নয়া উচ্চতায় তুলে নিয়ে যেতে পারবে। সেরা হাতেই রয়েছে বোর্ডের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড যথেষ্ট শক্তিশালী। আশা করি, আগামীদিনে আরও সাফল্য অর্জন করবে।'

বোর্ডের সভাপতি হয়েই বিনি বলেন, ‘আমি আপাতত প্রাথমিকভাবে ২টি বিষয়ের উপর ফোকাস করতে চাই। প্রথমে খেলোয়াড়দের ইনজুরি রোধ করা। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন, যা পুরো পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, আমি ভারতের পিচগুলির উপর ফোকাস করতে চাই।’

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement