Asia Cup Cricket 2023: এশিয়া কাপ বাতিল করতে পারে পাকিস্তান, বদলে পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলবে টিম ইন্ডিয়া!
ভারতের দাবি কিছুতেই মানতে রাজি নয় পাকিস্তান (Pakistan)। পাকিস্তানে না খেলে ভারত চেয়েছিল এশিয়া কাপে তাদের ম্য়াচগুলি নিরপেক্ষ ভেন্য়ুতে খেলতে।
ভারতের দাবি কিছুতেই মানতে রাজি নয় পাকিস্তান (Pakistan)। পাকিস্তানে না খেলে ভারত চেয়েছিল এশিয়া কাপে তাদের ম্য়াচগুলি নিরপেক্ষ ভেন্য়ুতে খেলতে। কিন্তু পাকিস্তানে টিম ইন্ডিয়া (Team India) খেলতে না এলে এবারের এশিয়া কাপ (Asia Cup Cricket 2023) বাতিল করতে পারে পিসিবি (PCB)।
বিসিসিআই (BCCI)-ও এবারের এশিয়া কাপ নিয়ে জোর করবে না। তার পরিবর্তে এশিয়া কাপের সময় পাকিস্তানকে বাদ দিয়ে বিসিসিআই পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। আরও পড়ুন-গুলিবিদ্ধ ক্রিকেট কোচ রাম লাল জাদভ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
দেখুন টুইট
দেখুন টুইট
পাকিস্তানকে বাদ দিয়ে এই পাঁচ দলীয় টুর্নামেন্টে এশিয়া চার দেশ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩-র এশিয়া কাপ বাতিল হলে, আগামী বছর এশিয়া কাপ নতুন দেশে আয়োজন করা যাবে। তাতে আরও কোনও সমস্য়া থাকবে না ভারতের।