Team India: ১০ ডিসেম্বর থেকে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফর শুরু, জানুন বিস্তারিত ক্রীড়াসূচি

দেশের মাটিতে বিশ্বকাপ মিটলেই টিম ইন্ডিয়ার সামনে কঠিন সিরিজ। ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়।

Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

দেশের মাটিতে বিশ্বকাপ মিটলেই টিম ইন্ডিয়ার সামনে কঠিন সিরিজ। ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা হল।

নেলসম ম্যান্ডেলার দেশে প্রথমে টি-২০, তারপর ওয়ানডে, ও সবশেষে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ডারবানে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তারপর ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হবে ওয়ানজে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর থেকে, কেপটাউন। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ৩ জানুয়ারি, কেপটাউনে।

এক নজরে ভারতের দক্ষিণ আফ্রিকা সূচি

টি-২০ সিরিজ

প্রথম ম্যাচ: ১০ ডিসেম্বর, ডারবান

দ্বিতীয় ম্যাচ: ১২ ডিসেম্বর, গিউয়েবেরহা

তৃতীয় ম্যাচ: ১৪ ডিসেম্বর, জোহানেসবার্গ

ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ:১৭ ডিসেম্বর, জোহানেসবার্গ

দ্বিতীয় ম্যাচ: ১৯ ডিসেম্বর, গিউয়েবেরহা

তৃতীয় ম্যাচ: ২১ ডিসেম্বর, পার্ল

দেখুন টুইট

 

টেস্ট সিরিজ

প্রথম ম্যাচ: ২৬ ডিসেম্বর থেকে, সেঞ্চুরিয়ান,

দ্বিতীয় ম্যাচ: ৩ জানুয়ারি, ২০২৪ থেকে ৭ জানুয়ারি কেপটাউন।