Bangladesh vs England T20I: টি-২০তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক বাংলাদেশের, শান্ত মেজাজেই বাটলার বধ সাকিবদের
আন্তর্জাতিক টি টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে জোস বাটলারের ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিলেন সাকিব আল হাসানরা।
টি টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে জোস বাটলারের ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিলেন সাকিব আল হাসানরা। ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। দু ওভার বাকি থাকতে মাত্র ৪ উইকেটেই বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে অনায়াসে ১৫৬ রান তাড়া করে জিতলেন সাকিবরা। এই প্রথম দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে খেলছে দুই দেশ।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৫৬ রান। বাটলার ৪২ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে বাকিরা কেমন কিছু করতে না পারায় ইংল্যান্ড বড় রান করতে পারেননি। রান তাড়া করতে নেমে ৩০ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তো। শেষের দিকে সাকিব আল হাসান ২৪ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন অধিনায়ক সাকিব। সাকিবকে সহায়তা করেন আফিফ হোসেন (১৫ অপরাজিত)। ২৭ বলে হাফ সেঞ্চুরি করা শান্তো ম্য়াচের সেরা নির্বাচিত হন। আরও পড়ুন-মোতেরায় অনবদ্য সেঞ্চুরি খোয়াজার, কোন জায়গায় দাঁড়িয়ে খেলা
দেখুন টুইট
রবিবার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ২-১ হারিয়েছিল বাংলাদেশকে।