T20 World Cup: মাথায় চোট পেয়ে লুটিয়ে পড়লেন তারকা পাক ব্যাটার, ভর্তি হাসপাতালে, দেখুন ভিডিও

রবিবার টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ। মেলবোর্নে দলের অনুশীলনে মাথায় চোট পেলেন মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ।

India vs Pakistan (Photo Credits: Getty Images)

মেলবোর্ন, ২১ অক্টোবর: রবিবার টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ। মেলবোর্নে দলের অনুশীলনে মাথায় চোট পেলেন মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ। এমসিজি-তে নেট প্র্যাকটিশে সতীর্থ বোলার মহম্মদ নওয়াজের বল এসে লাগে মাসুদের মাথার ডান দিকে। আঘাত পেয়ে মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন মাসুদ।

মাসুদের মাথায় লাগতেই নেটের কাছে ছুটে আসেন পাক দলের ফিজিও এবং ডাক্তার। তারপর অ্যাম্বুলেন্সে করে মাসুদকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আরও পড়ুন-টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

দেখুন ভিডিও

তবে চোট তেমন গুরুতর নয়, এবং রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন মাসুদ। এমনটাই মনে করছে পাক শিবির।