CWG 2022: রবি দাহিয়ার পর দঙ্গলে সোনা ভিনেশ ফোগাটের, ভারত্তোলনের সাফল্যকে ছাপিয়ে কুস্তিতে পাঁচতারা সাফল্য ভারতের
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে দেশের কুস্তিগীরদের মহাসাফল্যের ধারা অব্যাহত থাকল। দঙ্গলের খেলায় পাঁচ সোনায় উজ্জ্বল ভারত।
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে দেশের কুস্তিগীরদের মহাসাফল্যের ধারা অব্যাহত থাকল। দঙ্গলের খেলায় পাঁচ সোনায় উজ্জ্বল ভারত। চলতি গেমসে ভারত্তোলকদের তিন সোনা জয়ের সাফল্যকে কুস্তিতে ইতিমধ্যেই ছাপিয়ে গেল। আজ, শনিবার রাতে কুস্তিতে পরপর দুটো সোনা এল। প্রথমটা জিতলেন রবি দাহিয়া (পুরুষদের ৫৭ কেজি), তারপর মহিলাদের ৫৬ কেজি বিভাগে ভিনেশ ফোগাট। চলতি কমনওয়েলথ গেমসে গতকাল, শুক্রবার সোনা জিতেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও দীপক পুনিয়া। আজ জোড়া সোনা আসায় চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ১১টি সোনা জেতা হয়ে গেল। গত দুদিন ধরে কুস্তি থেকে যেন সোনার বর্ষা আসছে ভারতের পদক তালিকায়।
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নাইজেরিয়ার ওয়েলসনকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তারকা কুস্তিগীর রবি দাহিয়া। চলতি কমনওয়েলথ গেমসে ভারতের এটি দশম সোনা। পাশাপাশি কুস্তি থেকে এটি চতুর্থ সোনার পদক। গত বছর টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন কৃষকের ছেলে রবি। অন্যদিকে, পরপর তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন দঙ্গল পরিবারের কন্যা ভিনেশ ফোগাত। এর আগে মহিলাদের ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন পুজা গেহলেট।
দেখুন টুইট
এখনও পর্যন্ত ১১টি সোনা, ১১টি রুপো, ১১টি ব্রোঞ্জ জিতে ভারত পদক তালিকায় পাঁচ নম্বরে আছে। তার মধ্য়ে এখনও পর্যন্ত কুস্তি থেকে এসেছে পাঁচটি সোনা, একটি রুপো, তিনটি ব্রোঞ্জ।