IPL Auction 2025 Live

ICC ODI Cricketer of the Year: বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাবর আজম

টি টোয়েন্টি-র পর ওয়ানডে-তেও আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন পাকিস্তান দলের সদস্য। আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Babar Azam (Photo Credits: Getty Images)

দুবাই, ২৪ জানুয়ারি: টি টোয়েন্টি-র পর ওয়ানডে-তেও আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের (ICC ODI Cricketer of the Year) পুরস্কার পেলেন পাকিস্তান দলের সদস্য। আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ২০২১ সালে বাবর আজম ৬টি ওয়ান ম্যাচে খেলে করেন মোট ৪০৫ রান। দুটি সেঞ্চুরি করেন তিনি।

২০২১ সালে তাঁর ব্যাটিং গড় ছিল ৬৭.৫০। বাকিদের থেকে অনেকটা এগিয়ে থেকে বর্ষসেরার পুরস্কার পেলেন পাক অধিনায়ক। বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। আরও পড়ুন: 

কাজে এল না চাহারের দুরন্ত ইনিংস, দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া

দেখুন টুইট

পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম-মহম্মদ রিজওয়ান, দুজনে জিতলেন যথাক্রমে বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ পুরস্কার। এদিকে, আইসিসি বর্ষসেরা আম্পয়ারের পুরস্কার জিতলেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।