Avinash Sable: হাংঝৌ এশিয়াডে অ্যাথলেটিক্সে সোনার শুরু, স্টিপলচেজে সোনা অবিনাশ সাবলের
হাংঝৌ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে প্রথম সোনা জিতল ভারত। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেসে সোনা জিতলেন অভিনাশ সাবলে
হাংঝৌ এশিয়ান গেমসে (Asian Games 2022) অ্যাথলেটিক্স থেকে প্রথম সোনা জিতল ভারত। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেসে ( Steeplechase in 3000 Meter) সোনা জিতলেন অবিনাশ সাবলে (Avinash Sable)। এশিয়ান গেমসের ইতিহাসে এই বিভাগে রেকর্ড গড়ে দ্বিতীয় স্থানে থাকা জাপানের আওকি রাইওমা-র থেকে অনেকটা (৪.২৫ সেকেন্ড) এগিয়ে থেকে সোনা জিতলেন অবিনাশ। রেস শেষ করতে ৮.১৯.৩০ সময় নেন মহারাষ্ট্রের ২৯ বছরের তারকা অ্যাথলিট।
গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন অবিনাশ। সব মিলিয়ে হাংঝৌ গেমসে ভারতের ১২টি সোনা জেতা হয়ে গেল।
আজ, রবিবার এশিয়ান গেমসে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে আজ পুরুষদের দলগত ট্রাপ ইভেন্টে কুয়েতকে হারিয়ে চলতি এশিয়াডে ভারতকে দশম সোনা এনে দেন পৃথ্বিরাজ তোদিয়ামান, কেয়ান ছেনাই ও জোরাভারসিং সিন্ধু। আরও পড়ুন-সাত সোনা ২২ পদকে হাংঝৌ এশিয়াডে শ্যুটিংয়ে রেকর্ড সাফল্য ভারতের
দেখুন কীভাবে সোনা জিতলেন অবিনাশ সাবলে
দেখুন ছবিতে
হাংঝৌ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে প্রথম সোনা জিতল ভারত। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেসে সোনা জিতলেন অভিনাশ সাবলে। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন অভিনাশ। সব মিলিয়ে হাংঝৌ গেমসে ভারতের ১১টি সোনা জেতা হয়ে গেল।
দেখুন ছবিতে
আজ, রবিবার এশিয়ান গেমসে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে আজ পুরুষদের দলগত ট্রাপ ইভেন্টে কুয়েতকে হারিয়ে চলতি এশিয়াডে ভারতকে দশম সোনা এনে দিলেন পৃথ্বিরাজ তোদিয়ামান, কেয়ান ছেনাই ও জোরাভারসিং সিন্ধু।
এদিকে, হাংঝৌ এশিয়ান গেমসে তিনি সোনা জিতবেনই। এমনটা বলছিলেন সবাই। বলবেন নাই বা কেন, গত দু'বার তিনিই বিশ্বচ্যাম্পিয়ন। এবার এশিয়ান গেমসে শুরুতেই হারিয়েছেন সবচেয়ে বড় প্রতিপক্ষকে। কিন্তু ভারতের তারকা বক্সার নিখাত জারিন ( Nikhat Zareen) অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন। অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন।
রবিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতকে সেমিফাইনালে ৩-২ হারালেন তাইল্যান্ডের রাকসাট সি। সেমিতে হারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হবে তেলেঙ্গনার ২৭ বছরের তারকা বক্সারকে।