IPL Auction 2025 Live

Australia ODI Sqaud: হেডকে ছাড়াই বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের ঠিক আগে চোটের সমস্যায় কাবু অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না।

Pat Cummins is off to the Kolkata Knight Riders. (Photo Credits: Twitter)

বিশ্বকাপের ঠিক আগে চোটের সমস্যায় কাবু অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। চোটের কারণে বিশ্বকাপের শুরুর দিকে অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মত তারকারা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে চোট পেয়ে চিন্তা আরও বাড়িয়েছেন অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ম্যাথু হেড। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও চোট থাকায় ভারত বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেডকে রাখল না অজিরা। হেডের পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আলেক্স কারি-র সঙ্গে রাখা হয়েছে জোস ইংলিশকে। তবে ভারতে আসন্ন ওয়ানজডে সিরিজে চোট সারিয়ে নেতৃত্বে ফিরছেন প্যাট কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় অজি ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল মার্শ।

বিশ্বকাপের দলে না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চমকে দেওয়া মিডল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশানে, তারকা ব্যাটার শর্ট, স্পিডস্টার-পেসার স্পেন্সার জনসন, স্পিনার তনবীর সাঙ্গা, কে ভারতে ওয়ানডে সিরিজে আনছে অজিরা। আরও পড়ুন- দেশের মাটিতে শেষবার ওয়ানডে-তে খেলতে নেমে ২৭ রান করলেন কুইন্টন ডি'কক

বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি হিসেবে ২২ সেপ্টেম্বর, শুক্রবার মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে যথাক্রমে ২৪ সেপ্টেম্বর (ইন্দোর) ও ২৭ সেপ্টেম্বর (রাজকোট)।

অস্ট্রেলিয়ার ১৮ জনের ঘোষিত দল-

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, ক্য়ামরন গ্রিন, মার্নাস লাবুসশানে, আলেক্স কারি (উইকেটকিপার), ডি ক্রেসি শর্ট, মার্কস স্টোয়নিস, জোস ইংলিশ (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, শেন অ্যাবোট, নাথান এলিস, স্পেন্সার জনসন, তনবীর সাঙ্গা, অ্যাডাম জাম্পা।

Cummins (C), Warner, Smith, Starc, Maxwell, Marsh, Abbott, Carey, Ellis, Green, Hazlewood, Inglis, Spencer, Labuschagne, Sangha, Short, Stoinis and Zampa.