Australian Open 2023: রাশিয়ান মিসাইল ভেঙে ফাইনালে গ্রিক দার্শনিক সিসিপাস, অপেক্ষা জকোভিচের

অনবদ্য টেনিস খেলে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠলেন গ্রিসের তারকা স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)।

Stefanos Tsitsipas. (Photo Credits: Twitter)

অনবদ্য টেনিস খেলে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠলেন গ্রিসের তারকা স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)। সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানোভকে ৭-৬, ৪-৪,৬-৭,৬-৩ হারালেন তৃতীয় বাছাই সিসিপাস। তৃতীয় সেটে হারলেও শেষ অবধি দারুণ টেনিস খেলে ম্যাচ বের করে নেন সিসিপাস। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলবেন ২৪ বছরের গ্রিক তারকা। ফাইনালে সিসিপাস খেলবেন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া নোভাক জকোভিচ-টমি পলের জয়ীর বিরুদ্ধে।

২০২১ ফরাসি ওপেনের ফাইনালে জকোভিচের কাছে হেরেছিলেন সিসিপাস। সেটাই ছিল সিসিপাসের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল। এবার তাঁর কাছে প্রতিশোধ তোলার সুযোগ। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলে এটিপি ক্রম তালিকায় প্রথমবার শীর্ষস্থানে উঠে আসবেন সিসিপাস। তবে জকোভিচ যে ফর্মে ক্যাঙারুর দেশে খেলছেন, তাতে সিসিপাসের কাজটা বেশ কঠিন হবে।

দেখুন ভিডিয়ো

নিখুঁত টেকনিক, অসম্ভব ফিটনেস-সিসিপাসকে পেশাদার টেনিসে রজার ফেডেরারের উত্তরসূরির জায়গায় বসিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় সিসিপাসের পোস্ট তাঁকে মর্যাদা দিয়েছে গ্রিস দার্শনিকের। এবার তাঁর কাছে সুযোগ কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম খেতাব জয়ের।