Australia Women's Cricket Team: টি২০ বিশ্বকাপ খেতাবের হ্যাটট্রিকের ৬টায় অস্ট্রেলিয়া মহিলা দল, ফাইনালে স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার

মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাধিপত্য অব্যাহত থাকল। রবিবার কেপটাউনে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অজিরা।

Australia Women Cricket team. (Photo Credits: ICC/ Twitter)

পার্থ প্রতিম চন্দ্র: মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাধিপত্য অব্যাহত থাকল। রবিবার কেপটাউনে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অজিরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা ৬ উইকেটে করে ১৫৬ রান, জবাবে প্রথমবার ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে করে ২৩৭ রান। এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টানা তিনবার টি-২০ বিশ্বকাপ জিতল মেগ লাননিনংয়ের নেতৃত্বে খেলা অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল।

২০১৮ ওয়েস্ট ইন্ডিজ, ২০২০-তে নিজেদের দেশে আয়োজিত কাপের পর এবার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০২৩ মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। গত বছর ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টি-২০-তে খেতাব জিতল ডন ব্র্যাডম্যানের দেশের মহিলা ক্রিকেট দল।

২০১৬ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অজি মহিলারা। তার আগে ২০১৪ ও ২০১২ টি-২০ বিশ্বকাপে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া মহিলা দল।

এদিন ফাইনালে ৫৩ বলে ৭৪ রানের অবিশ্বাস্য খেলে ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বেথ মুনি। এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিক হলেন অজি অলরাউন্ডার অ্যাসলেঘ গার্ডনার।আরও পড়ুন-শেষ ওভারে পাঁচ উইকেটে ফাইনালে বাজিমাত, দেখুন অবিশ্বাস্য ভিডিও

অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপে একাধিপত্যের একটা ছোট্ট নমুনা হল-এখনও পর্যন্ত মোট আটবার টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথমবার ২০০৯ ছাড়া প্রতিটা টি-২০ বিশ্বকাপে ফাইনালে খেলছে অজিরা। আর সাতবার ফাইনাল খেলে ক্যাঙারুর দেশের মেয়েরা কাপ জিতেছে সাতবার।

দেখুন টুইট

সাতটা ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ৬বার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির আছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। যে কোনও খেলার সর্বকালের সেরা দল বলতেই হবে অজি মহিলা ক্রিকেট দলকে। অনেকটা চিনের টেবল টেনিস দল, দক্ষিণ কোরিয়ার তিরন্দাজি কিংবা মার্কিন বাস্কেটবল দলের অলিম্পিকে একাধিপত্যের তুলনা চলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের।

অস্ট্রেলিয়ার তারকা এলিসে পেরি (Ellyse Perry) এবার নিয়ে মোট আটটা বিশ্বকাপ জিতলেন। তার মধ্যে ৬টি টি-২০ আর ২বার ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। পাশাপাশি কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন পেরি।

টি-২০ বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি হাতে অস্ট্রেলিয়া মহিলা দল

মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাধিপত্য

মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন (৬ বার): ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন (৭ বার): ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩, ২০২২)

কমনওয়েলথ গেমসে (সোনা জয় ১ বার)- ২০২২