Women's World Cup 2022: টানা আটটা ম্যাচে জিতে নবম বার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত রেখে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আজ, বুধবার ওয়েলিংটনে মহিলা বিশ্বককাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১৫৭ রানে উড়িয়ে চূড়ান্ত খেতাবি লড়াইয়ে উঠে গেল অজিরা।
ওয়েলিংটন, ৩০ মার্চ: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত রেখে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আজ, বুধবার ওয়েলিংটনে মহিলা বিশ্বককাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১৫৭ রানে উড়িয়ে চূড়ান্ত খেতাবি লড়াইয়ে উঠে গেল অজিরা। এবার নিয়ে ৯বার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। ফাইনাল রবিবার, ৪ এপ্রিল ক্রাইস্টচার্চ। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির কারণে এদিনের সেমিফাইনাল ম্যাচ ৪৫ ওভারের হয়ে দাঁড়ায়। বৃষ্টি থামতেই প্রথমে ব্যাট করতে নামা অজি মহিলাদের ব্যাটে ঝড় শুরু হয়। নির্ধারিত ৪৫ ওভারে অস্ট্রেলিয়া প্রমিলসা বাহিনী করে ৩ উইকেটে ৩০৫ রান। ১০৭ বলে ১২৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অজি তারকা অ্যালিসা হেলি। অপর ওপেনার রাচেল হাইন্স করেন ৮৫ রান। ওপেনিং জুটিতে হেলি-হাইন্স রেকর্ড ২১৬ রানের পার্টনারশিপ করেন। মহিলাদের বিশ্বকাপে যা রেকর্ড। ক্যারিবিয়ান মহিলাদের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করে অজি মহিলা ব্যাটাররা। আরও পড়ুন: স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানা সান রাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের
দেখুন টুইট
পাহাড়প্রমাণ রানের চাপের জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪৮ রানে অল আউট হয়ে যায়। রাউন্ড রবীন লিগে তাদের সাতটা ম্যাচে জিতে সবার আগে থেকে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে, লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারায়, সেমিফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৩-র পর ফের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে খেলবে ৬ বারের চ্যাম্পিয়ন ক্যাঙারুর দেশ। ২০১৩ বিশ্বকাপের ফাইনালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল। গতবার ২০১৭ সালে