AUSW vs PAK W, T20 WC 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন বিনামূল্যে
শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে সুযোগ টানা তিনটে ম্যাচে জিতে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখার।
দুবাই, ১১ অক্টোবর: আজ,শুক্রবার সন্ধ্যায় মহিলাদের টি-২০ বিশ্বকাপে (2024 ICC Women's T20 World Cup) মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অন্যদিকে, হারলেই ছিটকে যাবে পাকিস্তানের মহিলা দল। খাতায় কলমে মহিলাদের ক্রিকেটে দুই দলকে কার্যত ডেভিড ও গোলিয়াথ বলা যায়। পাকিস্তান কখনই মহিলাদের টি-২০-তে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে বড় ব্যবধানে জিতে নেট রানরেট বাড়িয়ে রাখতে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ২টি খেলে অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট, ভারত ৩টি খেলে ৪, পাকিস্তান এবং নিউ জিল্যান্ড ২টি খেলে ২ পয়েন্টে দাঁড়িয়ে। শ্রীলঙ্কা ৩টি ম্যাচে হেরে সেমির লড়াই থেকে ছিটকে গিয়েছে।
গ্রুপ এ থেকে সেমিফাইনালে ওঠার মূল লড়াই অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে। লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হরমনপ্রীতদের প্রথম ম্যাচে হারিয়ে নিউ জিল্যান্ড সুবিধাজনক জায়গায় আছে। কিউইদের পরের দুটি ম্যাচের প্রতিপক্ষা শ্রীলঙ্কা (শনিবার) ও পাকিস্তান (সোমবার)। রবিবার ভারতীয় মহিলা দলকে গ্রুপে তাদের শেষ ম্যাচে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে হারাতেই হবে।
কবে, কোথায় আয়োজিত হবে মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ
আজ, শুক্রবার দুবাইয়ে আয়োজিত হবে এই ম্যাচ।
কখন থেকে শুরু হবে এই ম্যাচ
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা।
সরাসরি টিভিতে কোথায় দেখবেন মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা।
ইন্টারনেটের মাধ্যমে কোথায় দেখবেন মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ
ডিজনি+হটস্টারে সরাসরি দেখতে পাবেন খেলা।