Rohan Bopanna-Rutuja Bhosale: ৪৩-এর তরুণ রোহনের সোনায় সোহাগা, টেনিসের মিক্সড ডবলসে মহাসাফল্যে হাংঝৌ এশিয়াডে নবম সোনা ভারতের

এবার টেনিস কোর্ট থেকে এল সোনা। মিক্সড ডবলসে ভারতকে সোনা এনে দিলেন রোহন বোপান্না-ঋতুজা ভোসলে জুটি

Rohan Bopanna and Rutuja Bhosale win Gold. (Photo Credits: X)

এবার টেনিস কোর্ট থেকে এল সোনা। হাংঝৌ এশিয়ান গেমসে (Hangzhou 2022 Asian Games) মিক্সড ডবলসে ভারতকে সোনা এনে দিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)-ঋতুজা ভোসলে (Rutuja Bhosale) জুটি। ফাইনালে চাইনিজ তাইপের জুটির বিরুদ্ধে ২-৬ পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে দারুণ কামবযাক করে রোহিনরা জেতেন ৬-৩। এরপর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুপার টাইব্রেকার ১০-৪ জিতে ভারতকে চলতি এশিয়াডে নবম সোনা এনে দিলেন ৪৩ বছরের রোহন বোপান্না।

সম্ভবত শেষবার দেশের জার্সিতে নেমে রোহন সোনা জিতলেন রোহন। গতবার জাকার্তা এশিয়ান  গেমসের ডবলসে দ্বিজ শরের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছিলেন রোহন। আর এবার জিতলেন মিক্সড ডবলসে।  ৪৩-এর তরুণ রোহনের এশিয়ান গেমসের ইতিহাসে দ্বিতীয় সোনার জেতার স্বপ্ন সফল করলেন ২৭ বছরের ঋতুজা।

ক'দিন আগেই মরক্কোর বিরুদ্ধে টাইয়ে খেলে দেশের হয়ে ডেভিস কাপ থেকে অবসর নিয়েছিলেন রোহন। ২০১৬ রিও অলিম্পিকে সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে নেমে সেমিফাইনালে উঠে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল রোহনের। আরও পড়ুন-

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারকে হারিয়ে পদক নিশ্চিত, নিখাতের পর প্যারিস অলিম্পিক্সে প্রীতি পাওয়ার

গতকাল, শুক্রবার টেনিসে পুরুষদের ডবলসে রুপো জেতেন রামকুমার রামনাথন-সাকেত মানেন জুটি। শ্যুটিং, ক্রিকেট, ইকুয়েস্ট্রিয়নের পর এবার টেনিস থেকে চলতি এশিয়ান গেমসে সোনা এল ভারতের কাছে।

শেষ তিনটি এশিয়ান গেমসে টেনিসে ভারতের পারফরম্যান্স

২০২৩ এশিয়ান গেমসে টেনিসে ভারত (১ টি সোনা, ১টি রুপো।মোট ২টি পদক):

 ১টি সোনা (মিক্সড ডবলস/রোহন বোপান্না-ঋতুজা ভোসলে), ১টি রুপো ( পুুরষদের ডবলস/রামকুমার-সাকেত)

২০১৮ এশিয়ান গেমসে টেনিসে ভারত (১টি সোনা, ২টি ব্রোঞ্জ। মোট ৩টি পদক): ১টি সোনা পুরুষদের ডবলসে সোনা (রোহন বোপান্না-দ্বিজ শরন), ১টি ব্রোঞ্জ পুরুষদের সিঙ্গলস (প্রাজনেশ গনেশনরম) ,মহিলাদের সিঙ্গলস থেকে (অঙ্কিতা রায়না)।

২০১৪ এশিয়াড টেনিসে ভারত (১টি সোনা, ১টি রুপো, ৩টি ব্রোঞ্জ। মোট ৫টি পদক): মিক্সড ডবলসে সোনা জিতেছিলেন সানিয়া মির্জা-সাকেথ মানেনি।