Asian Games 2023 Medal Standings: দুটি সোনা সহ ১১ পদকে দ্বিতীয় দিনের শেষে ছয়ে ভারত

এশিয়ান গেমসের দ্বিতীয় দিনাট ভাল গেল ভারতের। দ্বিতীয় দিনে ভারতের ঝুলিতে এল দুটি সোনার পদক।

Asian Games 2022 Opening Ceremony. (Photo Credits: X)

এশিয়ান গেমসের দ্বিতীয় দিনাট ভাল গেল ভারতের। দ্বিতীয় দিনে ভারতের ঝুলিতে এল দুটি সোনার পদক। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের শ্যুটিংয়ের দলগত বিভাগে সোনার পর মহিলাদের ক্রিকেটে এশিয়াডের ইতিহাসে প্রথমবার সোনা জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ফাইনালে ১৯ রানে হারিয়ে সোনা জেতেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। ফাইনালে ভারতের জয়ে নায়ক বাংলার ১৯ বছরের পেসার তিতাস সাধু।

হাংঝৌ এশিয়াডে দ্বিতীয় দিনের শেষে ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ২টি সোনা সহ ১১টি পদক জিতে পদক তালিকায় ৬ নম্বরে আছে ভারত। শেষবেলায় হংকং একটি সোনা জেতা ভারত পদক তালিকায় প্রথম পাঁচ থেকে সরে যায়। ৩০টি সোনা সহ ৬৯টি পদক জিতে সবার আগে চিন। দক্ষিণ কোরিয়া ১০টি সোনা, জাপান ৫টি সোনা সহ ৩১টি পদক জিতে যথাক্রমে দুই ও তিনে আছে। পদক তালিকায় উজবেকিস্তান (৪টি সোনা, ৪টি রুপো, ৬টি ব্রোঞ্জ) ও হংকং (৩টি সোনা, ৪টি রুপো, ৭টি ব্রোঞ্জ) ভারতের আগে চার ও পাঁচে আছে।

দেখুন পদক তালিকা

ভারত এবার এশিয়ান গেমসে রোয়িংয়ে দারুণ ফল করছে। রোয়িং থেকে ভারত ২টি রুপো সহ মোট পাঁচটি পদক জিতেছে। শ্য়ুটিং থেকে এসেছে ১টি সোনা সহ ৪টি পদক। ক্রিকেটে এসেছে একটি সোনা। উসুতে একটি পদক নিশ্চিত হয়েছে।