Seema Punia: অ্যাথলেটিক্সে জোড়া সোনার পর ৪০ বছর বয়সে পদক সীমা পুনিয়ার, ব্যাডমিন্টনে রুপো, পদকের হাফ সেঞ্চুরিতে নট আউট টিম ইন্ডিয়া
হাংঝৌ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সর খেলা শুরু হতেই একের পর পদক আসতে শুরু করেছে ভারতের ঝুলিতে।
হাংঝৌ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সর খেলা শুরু হতেই একের পর পদক আসতে শুরু করেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ৩ হাজার মিটার স্টেপেলচেজে সোনা জেতেন অবিনাশ সাবলে। এরপর শটপুটে গত এশিয়ান গেমসের মত এবারও সোনা জেতেন তাজিন্দার পাল সিং তুর। এরপর লংজাম্পে রুপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। পুরুষদের দলগত ব্যাডমিন্টনে ২-০ এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-৩ চিনের বিরুদ্ধে হেরে রুপো জিতল ভারত।
মহিলাদের দেড় হাজার মিটারে রুপো জিতে চলতি এশিয়াডে ভারতের ৫০ তম পদকটি জেতেন হরমিলান ব্যায়ন্স। এরপর মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ জেতেন নন্দিনী আগাসারা। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপো জিতলেন জ্যোতি ইয়ারাজি। চিনের দৌড়বিদ এই বিভাগে প্রথমে রুপো জেতেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে ফলস স্টার্টের জন্য চিনের ক্রীড়াবিদের রুপো বাতিল হয়। আর সেই রুপো দেওয়া হয় ভারতের জ্যোতিকে।
দিনের চমক ৪০ বছর বয়েসে নেমে মহিলাদের ডিসকাস থ্রো ব্রোঞ্জ জিতলেন সীমা পুনিয়া। ২০১৪ ইঞ্চিয়ন এশিয়ান গেমসে সোনা, ২০১৮ জার্কাতা এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সীমা। ১৩টি সোনা সহ ভারতের ৫৩টি পদক জেতা হয়ে গেল। পদক তালিকায় ভারত এখন চার নম্বরে। গত এশিয়াডে ভারত ১৫টি সোনা,২৪টি রুপো সহ ৬৯টি পদক জিতেছিল। এখনও হাংঝৌ এশিয়াডে এক সপ্তাহ বাকি আছে।
দেখুন পদকজয়ের মুহূর্তে সীমা পুনিয়াকে
হাংঝৌ এশিয়ান গেমসে তিনি সোনা জিতবেনই। এমনটা বলছিলেন সবাই। বলবেন নাই বা কেন, গত দু'বার তিনিই বিশ্বচ্যাম্পিয়ন। এবার এশিয়ান গেমসে শুরুতেই হারিয়েছেন সবচেয়ে বড় প্রতিপক্ষকে। কিন্তু ভারতের তারকা বক্সার নিখাত জারিন ( Nikhat Zareen) অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন। অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে হেরে গেলেন।
রবিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতকে সেমিফাইনালে ৩-২ হারালেন তাইল্যান্ডের রাকসাট সি। সেমিতে হারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হবে তেলেঙ্গনার ২৭ বছরের তারকা বক্সারকে।