Lovlina Borgohain: নিখাতদের হারের আক্ষেপ ঢেকে ফাইনালে উঠে অলিম্পিকে অসমের লভলিনা বরগোহাই
নিখাত জারিন, প্রীতি পাওয়ারের দু:খ ভোলালেন লভলিনা বরগোহাই (Lovlina Borgohain)।
নিখাত জারিন, প্রীতি পাওয়ারের দু:খ ভোলালেন লভলিনা বরগোহাই (Lovlina Borgohain)। সেমিফাইনালে নিখাত, প্রীতিরা হেরে ব্রোঞ্জ পেলেও, হাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে দেশের প্রথম বক্সার হিসেবে ফাইনালে উঠলেন অসমের তারকা বক্সার লভলিনা। মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে তাইল্যান্ডের বাইসন মানেকনকে ৫-০ হারিয়ে আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতাও অর্জন করলেন লভলিনা। এর আগে সেমিফাইনালে ওঠার সুবাদে নিখাত জারিন, প্রীতি পাওয়ার, প্রবীণ হুডা-দেশের এই তিন মহিলা বক্সার প্যারিস অলিম্পিকে খেলার টিকিট কেটেছেন।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ে চলতি এশিয়াডে দুটি কোটা ছিল। যেখানে বাকি বিভাগগুলিতে আছে চারটি কোটা। তাই লভলিনা ফাইনালে উঠে প্যারিসের টিকিট কাটলেন। চলতি এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করেছিলেন লভলিনা। আরও পড়ুন-নতুন চুলের স্টাইলে ধোনি,মহিলা ভক্তদের বাড়িয়ে দিল হার্টবিট
দেখুন ছবিতে
এদিকে, মহিলাদের হকিতে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হচ্ছে আয়োজক দেশ চিন। সেখানে পুরুষদের হকিতে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আজ, মঙ্গলবার হাংঝৌতে গ্রুপের শেষ ম্যাচে ভারতীয় মহিলা দল ১৩-০ গোলে হারায় হংকংকে। ২টি জয়, একটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা।