Asian Champions Trophy 2024: শনিবার হকিতে মহারণ, জানুন কখন, কোথায় দেখবেন ভারত-পাকিস্তান এশিয়ান হকির ম্যাচ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি -তে তাদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বুধবার নামছে ভারতীয় দল। প্রথম দুটি ম্যাচে চিন ও জাপানকে হারিয়ে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত।

Indian hockey team. File Photo. Image Credits: @PIB_India/twitter

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি (Asian Champions Trophy 2024) -তে তাদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বুধবার নামছে ভারতীয় দল (Indian Hockey Team)। প্রথম দুটি ম্যাচে চিন ও জাপানকে হারিয়ে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। বুধবার মালয়েশিয়াকে হারালে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত হবে ভারতীয় হকি দলের। চলতি টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে চিনকে ৩-০ ও জাপানকে ৫-১ গোলে হারায় ভারত। এবার মালয়েশিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ভারতীয় দল। গতবার এই টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এরপর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও লিগের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ৬ দলের রাউন্ড রবীন লিগ থেকে প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে।

দেখুন কীভাবে, কখন সরাসরি দেখবেন ভারতের ম্যাচগুলি

এক নজরে লিগে ভারতের শেষ তিনটি ম্যাচ--

মালয়েশিয়া- ১১ সেপ্টেম্বর, বুধবার, দুপুর ১টা ১৫।

দক্ষিণ কোরিয়া-১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ১টা ১৫।

পাকিস্তান-১৪ সেপ্টেম্বর, শনিবার, দুপুর ১টা ১৫।

(ভারতীয় সময়)।

সব খেলা সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপে।