IPL Auction 2025 Live

Asia Cup 2023: এশিয়া কাপ ২০২৩-এর জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ঘোষণা বিসিসিআই এর (দেখুন টুইট)

রোহিতের নেতৃত্বে যে দল ঘোষণা করা হয়েছে তাতে খুব বেশি চমক নেই। চোট সারিয়ে দলে ফিরেছেন বুমরাহ। দলে সুযোগ পেয়েছেন প্রসিদ কৃষ্ণ ও । ট্রাভেলিং স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে সঞ্জু স্যামসন এর নাম।

Indian Team for Asia Cup 2023 Photo Credit: Twitter @BCCI

সোমবার দুপুরে ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের জন্য ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)এর তরফে দিল্লিতে আজ  সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের (Team India) কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma).  রোহিতের নেতৃত্বে যে দল ঘোষণা করা হয়েছে তাতে খুব বেশি চমক নেই। চোট সারিয়ে দলে ফিরেছেন বুমরাহ। দলে সুযোগ পেয়েছেন প্রসিদ কৃষ্ণ ও । ট্রাভেলিং স্ট্যান্ড-বাই প্লেয়ার  হিসাবে ঘোষণা করা হয়েছে  সঞ্জু স্যামসন এর নাম।

এক নজরে দেখে নেব গোটা দল-রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ ও  প্রসিদ কৃষ্ণ।

ভারতীয় দল এশিয়া কাপে (Asia Cup) প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে।  এই ম্যাচে ভারতের  মুখোমুখি হবে চির প্রতিদ্বন্ধী পাকিস্তান। দেখে নেব গোটা এশিয়া কাপের সময়সূচী-

এশিয়া কাপের সময়সূচি:

৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল - মুলতান

৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - ক্যান্ডি

২ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান - ক্যান্ডি

৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান - লাহোর

৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল -

৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান - লাহোর

সেপ্টেম্বর: A1 বনাম B2 - লাহোর

৯ সেপ্টেম্বর: B1 বনাম B2 - কলম্বো (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হতে পারে)

১০ সেপ্টেম্বর: A1 বনাম A2 - কলম্বো (ভারত বনাম পাকিস্তান হতে পারে)

১২ সেপ্টেম্বর: A2 বনাম B1 - কলম্বো

১৪ সেপ্টেম্বর: A1 বনাম B1 - কলম্বো

১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2 - কলম্বো

১৭ সেপ্টেম্বরঃ ফাইনাল