US Open 2023: অল ইউএস মাটি করে উত্তেজক লড়াই শেষে ফাইনালে ওঠার চাবি খুললেন সাবালেঙ্কা, সামনে কোকো গফ
আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্য়াডিসন কি-র বিরুদ্ধে প্রথম সেটে ০-৬ হারের পর অবিশ্বাস্য কামব্যাক করে ০-৬, ৭-৬,৭-৬ জিতে ফাইনালে উঠলেন বেলারুশের আরইয়ানা সাবালেঙ্কা।
ইউএস ওপেন টেনিসে (US Open Tennis 2023) মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে অবিশ্বাস্য ম্য়াচ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্য়াডিসন কিস (Madison Keys)-র বিরুদ্ধে প্রথম সেটে ০-৬ হারের পর অবিশ্বাস্য কামব্যাক করে ০-৬, ৭-৬,৭-৬ জিতে ফাইনালে উঠলেন বেলারুশের আরইয়ানা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। দ্বিতীয় ও তৃতীয় তথা নির্ণায়ক সেটে কি-র বিরুদ্ধে টাইব্রেকারে জেতেন সাবালেঙ্কা। শুধু প্রতিপক্ষ কিস কে নয়, আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির ৭০ হাজার দর্শককে সামলাতে হয় সাবালেঙ্কাকে। কি-কে জেতানোর জন্য পুরো গ্যালারি ঝাঁপিয়ে পড়ে। তার ওপর আবার সাবালেঙ্কা-র দেশ বেলারুশ যেহেতু যুদ্ধে রাশিয়ার সঙ্গী, তাই তাঁকে সেই বিদ্রুপও শুনতে হয়। এর আগে গত দুটি ইউএস ওপেনের সেমিফাইনালে উঠতেও হারতে হয়েছিল সাবালেঙ্কা-কে।
অসাধারণ খেলেও ভাগ্যের কাছে হার মানতে হল ম্যাডিসন কিস-কে। নিখুঁত টেনিস খেলেও দুটি সেটের টাইব্রেকারে কিছুটা ভাগ্যের কাছেই হার মানতে হল কিস-কে। কি হারায় ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে একটুর জন্য 'অল ইউএস' মানে দুই মার্কিন ম্যাচ হল না। প্রথম সেমিফাইনালে কোকো গফ ৬-৪, ৭-৫ হারান চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা-কে। আরও পড়ুন-ফুল টাইমে ড্র, পেনাল্টি শুটআউটে ভারতকে ৫-৪ গোলে হারাল ইরাক
দেখুন টুইট
রবিবার সকালে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলবেন আমেরিকার কোকো গফ ও বেলারুশের সাবালেঙ্কা। দু জনেই এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে উঠবেন। এর আগে গত বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছে ছোট সেরেনা হিসেবে পরিচিত গফ। আর চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে জিতে কেরিয়ারে তার প্রথম গ্র্যান্ডস্লাম ঘরে তুলেছিলেন।