Arjuna Awards 2023: অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি-সহ আরও ২৫ জন ক্রীড়া তারকা, দেখুন তালিকা
ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাংকিরেড্ডি
আগামী জানুয়ারিতে ২০২৩ সালের অর্জুন পুরস্কার পেতে চলেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শামি। সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ মাত্র ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন এই অভিজ্ঞ বোলার। ২০২৩ সালে ২৬ জন ক্রীড়াবিদের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি পুরস্কার পেতে চলেছেন। উত্তরপ্রদেশের ৩৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৯ ইনিংসে ৪৩ উইকেট নিয়ে আধিপত্য বিস্তার করেছেন এবং লাল বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্সও দিয়েছেন। চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে ভারতের শীর্ষে থাকার পিছনে শামির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদিকে, আরও ২৫ জন অ্যাথলিট ২০২৩ সালে তাঁদের বীরত্বের জন্য অর্জুন পুরস্কার পেতে চলেছেন। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাংকিরেড্ডি। IPL All Squads 2024: নিলামের পর একনজরে আইপিএল দলের খেলোয়াড়ের তালিকা
দেখুন তালিকা
-ওজস প্রবীণ দেওতালে (তীরন্দাজ)
-অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ)
-শ্রীশঙ্কর এম (অ্যাথলেটিক্স)
-পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স)
-আর বৈশালী (দাবা)
-মহম্মদ শামি (ক্রিকেট)
-অনুশ আগরওয়ালা (অশ্বারোহণ)
-দিব্যকৃতি সিং (অশ্বারোহণ)
-দীক্ষা ডাগর (গল্ফ)
-কৃষাণ বাহাদুর পাঠক (হকি)
-পুখরম্বম সুশীলা চানু (হকি)
-নাওরেম রোশিবিনা দেবী (উশু)
-পবন কুমার (কাবাডি)
-ঋতু নেগি (কাবাডি)
-নাসরিন (খো-খো)
-পিঙ্কি (লন বোলস)
-ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শ্যুটিং)
-ইশা সিং (শ্যুটিং)
-মোহাম্মদ হুসামউদ্দিন (বক্সিং)
-হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ)
-আইহিকা মুখার্জি (টেবিল টেনিস)
-সুনীল কুমার (কুস্তি)
-আন্তিম (কুস্তি)
-শীতল দেবী (প্যারা আর্চারি)
-ইলুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট)
-প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)