Argentina vs Croatia FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে, কীভাবে দেখবেন মেসিদের খেলা

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সেমিতে এমএল টেন বনাম এমএল টেন।

Lionel Messi. (Photo Credits:Twitter)

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সেমিতে এমএল টেন বনাম এমএল টেন। লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ। টানা দু বার বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ক্রোটদের সামনে। সেখানে মেসি আট বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে খেলা থেকে আর এক ঝাপ দূরে দাঁড়িয়ে। মদ্রিচদের হারিয়ে নেইমারদের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মেসিদের সামনে।

চলতি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া মাত্র একটা ম্যাচ ৯০ মিনিটের মধ্য়ে জিতে সেমিফাইনালে উঠেছে। নক আউটের দুটি ম্যাচেই মদ্রিচরা জিতেছেন টাইব্রেকারে। প্রি কোয়ার্টারে জাপান, কোয়ার্টারে ব্রাজিল। দুটি নক আউট ম্যাচেই ১২০ মিনিট পর ম্যাচের ফল ১-১ হওয়ার পর টাইব্রেকারে ক্রোটদের জেতান গোলকিপার লিভাকোভিচ।

অন্যদিকে, সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরুর পর লিওনেল মেসিরা যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে গিয়েছেন। মেক্সিকো, পোল্যান্ডকে হারিয়ে নক আউটে ওঠার পর প্রি কোয়ার্টারে অস্ট্রেলিয়া, আর শেষ আটে ডাচদের হারায় আর্জেন্টিনা। এবার ফাইনালে ওঠার লড়াই।

কবে, কোথায় আয়োজিত হবে সেমিফাইনালে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা (Argentina)-ক্রোয়েশিয়া (Croatia)ম্যাচ?

When, Where, and How to Watch Argentina vs Croatia Semi-Final Match Live?

আজ, মঙ্গলবার ১৪ ডিসেম্বর রাতে লুসেইল স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ।

কখন থেকে শুরু হবে আর্জেন্টিনা (Argentina) বনাম ক্রোয়েশিয়া (Croatia) ম্যাচ?

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।

Argentina vs Croatia, FIFA Football World Cup 2022 Semi Final Match when where and how to watch live streaming and tv telecast with channel details online

Tags

২০২২ ফুটবল বিশ্বকাপ ARG ARG vs CRO Argentina vs Croatia Argentina vs Croatia Live Argentina vs Croatia Live Online Argentina vs Croatia live streaming Argentina vs Croatia World Cup FIFA FIFA World Cup 2022 FIFA World Cup 2022 Live Stream FIFA World Cup 2022 Live Streaming FIFA World Cup 2022 Live Streaming on JioCinema FIFA World Cup 2022 Live Telecast FIFA World Cup on Sports 18 Football World Cup 2022 Live Streaming Jio Cinema Jio Cinema App JioCinema Lionel Messi Luca Modricc Messi Modric MTV MTV HD Qatar Qatar 2022 Sports 18 HD Sports18 আর্জেন্টিনা আর্জেন্টিনা vs ক্রোয়েশিয়া আর্জেন্টিনা ফুটবল দল আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া আর্জেন্টিনা ভক্ত বাংলাদেশের আর্জেন্টিনার ম্যাচ সরাসরি আর্জেন্টিনার সমর্থক কাতার কাতার বিশ্বকাপ ক্রোয়েশিয়া জিও সিনেমা ফিফা ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ম্যাচ মদরিচ মদ্রিচ মেসি মেসির খেলা লাইভ লিওনেল মেসি লুকা মদরিচ লুকা মদ্রিচ