Annu Rani: নীরজের খেলায় সোনার মেয়ে অন্নু রানি, স্টিপলচেজের পর জ্য়াভলিনে দারুণ পারফরম্যান্সে ভারতের ১৫ তম সোনা

নীরজো চোপড়ার এবার খেলায় এবার সোনার মেয়ে পেল ভারত। হাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের জ্য়াভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতের অন্নু রানি (Annu Rani)।

Annu Rani

নীরজো চোপড়ার এবার খেলায় এবার সোনার মেয়ে পেল ভারত। হাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের জ্য়াভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতের অন্নু রানি (Annu Rani)। ৬২.৯২ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুড়ে চলতি এশিয়াডে ভারতকে ১৫ তম সোনা এনে দিলেন উত্তরপ্রদেশের মিরাটের ৩১ বছরের মেয়ে। ৯ বছর আগে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু। আগামিকাল, বুধবার পুরুষদের জ্য়াভলিন থ্রোয়ে নামছেন নীরজ চোপড়া।

গত বছর দেশের প্রথম মহিলা হিসেবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোয়ে পদক জিতেছিলেন অন্নু রানি। ২০২২ কমনওয়েলেথ গেমসে ব্রোঞ্জ জেতার পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছেন অন্নু।

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

এর আগে আজ, মঙ্গলবার হাংঝৌ গেমসে ভারতের প্রথম সোনার পদকটি জেতেন পারুল চৌধুরী। মহিলাদের ৫ হাজার মিটার স্টিপলচেজে সোনা জেতেন পারুল।