Angelo Mathews Timed Out: দিল্লিতে সময় শেষের ঐতিহাসিক আউট! সাকিবের অবাক আপিলে ক্রিকেটে প্রথমবার 'টাইম আউট' ম্যাথুজ
এবারের বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়ি। তবে সোমবার দিল্লির কোটলায় শ্রীলঙ্কা-বাংলাদেশ গুরুত্বহীন ম্যাচে যে নজিরটা হল তা বোধহয় সব কিছুকে ছাপিয়ে গেল।
Angelo Mathews Timed Out: এবারের বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়ি। তবে সোমবার দিল্লির কোটলায় শ্রীলঙ্কা-বাংলাদেশ গুরুত্বহীন ম্যাচে যে নজিরটা হল তা বোধহয় সব কিছুকে ছাপিয়ে গেল। শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ মাঠে নামতে দেরি করায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে এমসিজি-র আইন মেনে ম্যাথুজকে টাইমড আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনও ব্যাটার 'টাইমড আউট' হলেন।
ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে নিয়ম হল, সতীর্থ ক্রিকেটার আউট হওয়ার তিন মিনিটের মধ্যে ব্যাটারকে মাঠে নেমে বল খেলতে তৈরি হয়ে যেতে হয়। সমরা়বিক্রমা আউটের পর প্যাভিলিয়ন থেকে ছুটতে ছুটতেই মাঠে নামেন, কিন্তু হেলমেট সমস্যার কারণে ম্যাথুজ আম্পায়ারের সঙ্গে কথা বলতে গিয়ে তিন মিনিটের বেশী সময় নিয়ে ফেলেন।
সেটা বুঝতে পেরে স্পোর্টিং স্পিরিট ভুলে টাইম আউটের আবেদন করেন সাকিব। নিয়মের বেড়াজালে বন্দি আম্পয়ার ম্যাথুজকে আউট দেন। কোনও বল না খেলে, ক্রিজে না নেমেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন ম্যাথুজ। বাংলাদেশের সমর্থকরাও তাদের অধিনায়ক সাকিবের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।
দেখুন ভিডিয়ো
এদিন শ্রীলঙ্কার ইনিংসের ২৫ তম ওভারে হয় এই ঘটনা। সেই ওভারে বল করছিলেন অধিনায়ক সাকিব নিজে। ২৪ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে সাদিরা সমরাবিক্রমাকে আউট করেছিলেন সাকিব। এরপরই হয় সেই টাইম আউটের মহাবিতর্কিত কাণ্ড। ভুল হেলমেট পরে আসা নিয়ে কথা বলছিলেন ম্যাথুজ। সাকি সেই সুযোগে টাইম আউটের আবেদন করেন সাকিব। ১৩১ রানে ৩ উইকেট থেকে শ্রীলঙ্কার স্কোর ১৩৫ রানে ৫ উইকেট হয়ে যায়।
দেখুন টাইমড আউটের মূহূর্তের ভিডিয়ো
২০০৬-০৭ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের এক ম্যাচে সচিন তেন্ডুলকর কোনও এক সমস্যার কারণে তিন মিনিটের বেশী সময় নিয়েছিলেন ক্রিজে নামতে। কিন্তু তারপরেও স্পোর্টিং স্পিরিটের কথা মাথায় রেখে সচিনের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করেননি প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ।
বাংলাদেশ চলকি বিশ্বকাপে টানা ৬টা ম্যাচে হেরে বিদায় নিয়েছে। মাঠের খেলার ফলের মত সাকিব এবার স্পোর্টিং স্পিরিটেও হেরে গেলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।