Amit Panghal on Asian Games Trial: এশিয়ান গেমসের বাছাইপর্বে পক্ষপাত, জাতীয় শিবিরে নিজেকে অযোগ্য মনে করছেন বক্সার অমিত পঙ্ঘাল

প্রাক্তন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর পঙ্ঘালের অলিম্পিক বাদে সব বড় ইভেন্টে পদক রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী দীপক ভোরিয়াকে হারিয়ে ৫১ কেজি ওজন শ্রেণিতে এশিয়াডের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

Amit Panghal (Photo Credit: Sports Tak/ Twitter)

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে না থাকা নিয়ে জাতীয় ফেডারেশনকে কোর্টে টেনে আনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী মুষ্টিযোদ্ধা অমিত পঙ্ঘালের অভিযোগ, জাতীয় শিবিরে থাকাকালীন তাঁকে 'নিরুৎসাহ' করা হয়েছে এবং তাঁকে অযোগ্য মনে করা হয়েছে। পঙ্ঘাল দেশের একমাত্র পুরুষ বিশ্বচ্যাম্পিয়নশিপ রুপো জয়ী। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়ায় ভারতীয় বক্সিং ফেডারেশনের (বিএফআই) বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আরও দুই বক্সার সাগর আহলাওয়াত ও রোহিত মোরের সঙ্গে পিটিশন দায়ের করেছেন। বিচার চেয়েছি।

সংবাদসংস্থা পিটিআইকে পঙ্ঘাল বলেছেন, আমি এই নতুন পয়েন্ট সিস্টেমটা বুঝতে পারছি না। এমনকি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়ও এই পদ্ধতির উপর ভিত্তি করে আমার ওয়েট ক্লাসে (দীপক) যে বক্সার নির্বাচিত হয়েছে, সেই বক্সারকে আমি ৫-০ ব্যবধানে হারিয়েছি।' Ravi Dahiya: ট্রায়ালের শুরুতেই হার, এশিয়ান গেমসে খেলার যোগ্যতা পেলেন না অলিম্পিক পদকজয়ী রবি দাহিয়া

প্রাক্তন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর পঙ্ঘালের অলিম্পিক বাদে সব বড় ইভেন্টে পদক রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী দীপক ভোরিয়াকে হারিয়ে ৫১ কেজি ওজন শ্রেণিতে এশিয়াডের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পঙ্ঘাল জানান আগেও আমি তাকে ট্রায়ালে হারিয়েছি। এমনকি পয়েন্ট সিস্টেমেও আমি তার চেয়ে এগিয়ে আছি কিন্তু সপ্তাহের শেষে আমি কোন না কোনভাবে ২ নম্বরে আছি।



@endif