আম্বাতি রায়ুাড়ু-র অবসর ঘোষণা, বিশ্বকাপে ব্রাত্য থাকার অভিমানে চিরতরে ছাড়লেন বাইশ গজ
চলতি বিশ্বকাপে (ICC World Cup 2019)-এ বারবার ব্রাত্য থাকার অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিলেন আম্বাতি রায়াডু। ক মাস আগেও তিনি ছিলেন ওয়ানডে-তে ভারতীয় ক্রিকেটের বড় ম্যাচ উইনার। কিন্তু ফর্ম হারিয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া।
হায়দ্রাবাদ, ৩ জুলাই: Ambati Rayudu announces retirement from International Cricket। আম্বাতি রায়াডু-র অবসর। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2019)-এ বারবার ব্রাত্য থাকার অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিলেন আম্বাতি রায়াডু। ক মাস আগেও তিনি ছিলেন ওয়ানডে-তে ভারতীয় ক্রিকেটের বড় ম্যাচ উইনার। কিন্তু ফর্ম হারিয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া। তারপর পরিবর্ত হিসেবে দলে নেওয়ার সুযোগ থাকলেও, তাঁকে বিশ্বকাপে স্কোয়াডে না রাখায় অবসরের সিদ্ধান্ত নিলেন হায়দ্রাবাদের তারকা এই ক্রিকেটার।
৩৩ বছরের রায়াডুর ক্রিকেট কেরিয়ারে এত ওঠা নামার সাক্ষী আছে যা দিয়ে যে কোনও দিন তাঁর জীবন নিয়ে ভাল বলিউড সিনেমা বানানো যায়। বারবার বাদ পড়া, তারপর নাটকীয়ভাবে ফিরে আসা। মাঠের বাইরে বিতর্ক, বিদ্রোহী লিগে খেলে সাসপেন্ড হওয়া। সবই সাক্ষী থেকেছে রায়াডুর কেরিয়ার। সেই বর্ণময় কেরিয়ারের শেষটাও নাটকীয় হল। বিশ্বকাপের পরই যিনি অনায়াসে দলে ঢুকতে পারতেন, সেই রায়াডু অভিমানে বাইশ গজ ছাড়লেন। আরও পড়ুন- যে সব শর্তে ফাইনালে ওঠার লড়াইয়ে হতে পারে বিরাট কোহলি বনাম সরফরাজ আহমেদদের মধ্যে ম্যাচ
Indian middle-order batsman Ambati Rayudu has announced his retirement from all forms of cricket, he has written to BCCI pic.twitter.com/v4Wf3fwZ5i
ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে রায়াডুকে না রেখে অলরাউন্ডার বিজয় শঙ্করকে দলে রাখা হয়। রায়াডু সেটা মেনে নিতে পেরে টুইটারে জাতীয় নির্বাচকের ঘুরিয়ে ঠাট্টা করেছিলেন। ক দিন আগে বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে যাওয়ায়, রায়াডুকে স্কোয়াডে রাখার সুযোগ ছিল। কারণ বিশ্বকাপে স্কোয়াডে থাকার লড়াইটা বিজয় শঙ্কর আর রায়াডু-র মধ্যেই ছিল। এর আগে শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ার পরও রায়াডুর নাম নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু ধাওয়ানের পরিবর্ত হিসেবে জায়গা পেয়ে এখন বিশ্বকাপ খেলছেন ঋষভ পন্থ। দু দুবার ব্রাত্য থাকার ধাক্কাটা মেনে নিতে পারলেন না রায়াডু।
বেশ কয়েকদিন বিরাট কোহলির দলের চার নম্বর পজিশনে রায়াডুই খেলছিলেন। সেই বিজয় চোট পাওয়ায় অনেকেই ভেবেছিলেন রায়াডু-ই খেলবেন। কিন্তু কোথায় কি! বিজয় শঙ্করের পরিবর্তে কর্নাটকের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিয়ে রায়াডুকে ব্রাত্য রাখা হয়। রায়াডুর অভিমানের কথা বুঝতে পেরে তাঁকে দলে নিতে চেয়ে টুইট পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেট। তবে সেসবের মাঝেই আচমকা নিজের মধ্যে অনেক ক্রিকেট বাকি থাকতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রায়াডু। বিশ্বকাপের দল ঘোষণার পর রায়াডুর বিতর্কিত যে টুইটে ঝড় উঠেছিল--
দেশের হয়ে ৫৫টি ওয়ানডে ম্যাচে ৩টি সেঞ্চুরি সহ রায়াডুর মোট ১৬৯৪ রান করেছেন। তবে তাঁর থেকে ভারতীয় ক্রিকেটে অনেক আশা ছিল। একটা সময় বিরাট কোহলি নয়, রায়াডুকে মনে করা হত ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ স্টার'। কিন্তু বিতর্কের পিছু ধাওয়া করে রায়াডু কখনই তাঁর প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। মাঠ ও মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের দায়ে বারবার শাস্তি পেয়েছেন। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু যেটা নিয়ে কোনও দিন প্রশ্ন ওঠেনি তা হল তাঁর প্রতিভা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)