ICC World Cup Amazon Prime: এবার আইসিসি-র সব ইভেন্ট অ্যামাজন প্রাইমে, তবে ভারতে নয় দেখা যাবে যে দেশে

সরাসরি খেলা দেখিয়ে ওটিটি বাজারে বাজিমাত করার লক্ষ্যে বিশ্বব্য়াপি ঝাঁপিয়েছে অ্যামাজন।

ICC T20 World Cup Trophy (Photo Credit: IANS Hindi/ X)

সরাসরি খেলা দেখিয়ে ওটিটি বাজারে বাজিমাত করার লক্ষ্যে বিশ্বব্য়াপি ঝাঁপিয়েছে অ্যামাজন। ভারতে ওটিটি বাজারে সেরা হওয়ার চাবিকাঠি কোহিনুর ক্রিকেট সম্প্রচার স্বত্ব কিনতে বারবার ঝাঁপাচ্ছে দুনিয়ার সেরা জেফ বাজোসের কোম্পানি।

আইপিএলের ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব থেকে ভারতের মাটিতে হওয়া বিসিসিআই আয়োজিত ঘরোয়া ও আন্তর্জাতিকন ম্যাচ দেখানোর স্বত্ব দরপত্রও জমা দিয়েছিল অ্যামাজন। কিন্তু শেষ অবধি অ্য়ামাজনকে টপকে আইপিএলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পায় রিলায়েন্সের 'ভায়াকম ১৮'। তবে ভারতে এখনও ক্রিকেট সম্প্রচার সত্ত্বে থাবা বসাতে না পারলেও বাইশ গজের খেলায় জাঁকিয়ে বসল অ্যামাজন। নতুন সিনেমা কেনার পাশাপাশি ক্রীড়া সম্প্রচার স্বত্ত্বে বেশ জোর দিচ্ছে অ্যামজন।

এবার থেকে ২০২৭ সাল পর্যন্ত ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আইসিসি-র সব ইভেন্টে অস্ট্রেলিয়ায় দেখানোর ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব পেল অ্যামাজন। আইসিসি ট্রফিতে সফলতম দেশের মানুষরা এবার অ্য়ামাজন প্রাইমের মাধ্যমেই দেখবেন ক্রিকেট বিশ্বকাপ সহ যাবতীয় বড় টুর্নামেন্ট। ভারতে আইসিসি ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব আছে ডিজনি+হটস্টারের কাছে। আগামী বছরের গোড়ায় পুরুষদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দিয়ে শুরু হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। এরপর জুনে ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। তারপর অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ।

নিউ জিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট দেখানোর ডিজিটাল স্বত্ব আছে অ্যামাজনের। গতবার ভারতের নিউ জিল্যান্ড সফর অ্যামাজন প্রাইমের মাধ্যমেই দেখেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অ্যামজনের লক্ষ্য হল বিশ্বকাপ ফুটবল থেকে এমবিএ, এনএফএল, আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনে বিশ্বব্যাপি ওটিটি-র সিংহভাগ দখল করে রাখা নেটফ্লিক্সে টেক্কা দেওয়া।