Al-Nassr vs Al-Batin Free Live Streaming: সৌদি লিগে আজ রাতে নামছেন রোনাল্ডো, কীভাবে সরাসরি দেখবেন আল নাসের বনাম আল বাতিন ম্যাচ

সৌদি আরবের পেশাদার লিগে অপ্রতিরোধ্য ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের হয়ে শেষ শেষ তিনটে ম্যাচের মধ্য়ে দুটিতে হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo. (Photo Credits: Twitter)

সৌদি আরবের পেশাদার লিগে অপ্রতিরোধ্য ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের হয়ে শেষ শেষ তিনটে ম্যাচের মধ্য়ে দুটিতে হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। লিগের শেষ ম্যাচে দামাচের বিরুদ্ধে আল নাসরর ৩-০ গোলে জয়ে তিনটি গোলই করে রোনাল্ডো। মোট ৮টা গোল করে সৌদি প্রো লিগে সিআরসেভেনই এখন সর্বোচ্চ গোলদাতা।

আজ, শুক্রবার রোনাল্ডোদের প্রতিপক্ষ ১৬ দলের লিগ তালিকায় সবার শেষে থাকা আল-বাতিন। দুর্বল আল বাতিনের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা রোনাল্ডো আজ কতটা ভয়ঙ্কর হয় সেটাই দেখার। চলতি লিগে আল-নাসের তাদের শেষ পাঁচটা ম্যাচের চারটেতেই জিতেছে।

দেখুন টুইট

ভারতীয় সময় আজ, শুক্রবার রাত ১১টা থেকে সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন সৌদি পেশাদার লিগে আল নাসের বনাম আল-বাতিনের মধ্যে ম্যাচ। তবে টিভিতে সরাসরি দেখানো হবে ম্যাচ।

 



@endif