CWC 2023 Final Ahmedabad: উন্মাদনার মাঝে 'ঝোপ বুঝে কোপ', আমেদাবাদে হোটেলের এক রাতের ভাড়া দেড় লক্ষ টাকা!
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। রোহিত শর্মার নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়ার সামনে সুযোগ তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতার।
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। রোহিত শর্মার নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়ার সামনে সুযোগ তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতার। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে ওঠা দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দলকে নিয়ে আমেদাবাদে উতসাহ তুঙ্গে উঠেছে। গোটা শহর জুড়ে এখন টিকিটের হাহাকার। আমাদেবাদের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি চলছে।
আজ, শুক্রবার মোদী স্টেডিয়ামে রোহিত, বিরাটদের প্র্যাকটিশ দেখারও ব্যাপক উতসাহ। এরই মাঝে যারা বাইরে থেকে আমেদাবাদে খেলা দেখতে আসছেন, তাদের কপালে হাতে। আমেদাবাদের বেশ কিছু হোটেলে রাত প্রতি রুম ভাড়া দেড় লক্ষ টাকা অবধি গিয়েছে বলে খবর। মাঝারি মানের হোটেলেও রাত প্রতি ৭৫ হাজার টাকা উঠেছে দাম। খাবারের দামও প্রচুর হয়ে গিয়েছে। উন্মাদনের মাঝে স্তানীয় ব্যবসায়ীরা ঝোপ বুঝে কোপ মারছেন বলে অভিযোগ।
আজ শুক্রবার দুপুর থেকেই রাজ্যের বাইরে থেকে বহু ক্রিকেটপ্রেমী আমেদাবাদে আসতে শুরু করেছেন। রবিবার জমকালো সমাপ্তি অনুষ্ঠানে পারফম করবেন হলিউডের জনপ্রিয় দুয়া লুপা। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে ভারতীয় সেনা বিমান বাহিনীর বিশেষ এয়ার শো।