ENG vs AFG, CWC 2023: কোটলায় গুরবাজের দুরন্ত ৮০, আফগানদের লড়াকু ২৮৪
দিল্লিতে বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বেশ ভাল রান করল আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে জেতার জন্য ২৮৫ রানের লক্ষ্যমাত্রা দিলেন রশিদ খানরা
দিল্লিতে বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বেশ ভাল রান করল আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে জেতার জন্য ২৮৫ রানের লক্ষ্যমাত্রা দিলেন রশিদ খানরা। ম্যাচের মাঝে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। শুরুতে আফগানিস্তানের কেকেআর-এর তারকা ওপেনার রহমনুল্লা গুরবাজ দুরন্ত খেললেন। মাত্র ৫৭ বলে ৮০ রান করে দুর্ভাগ্য়জনক রান আউট হন গুরবাজ। ৮টা বাউন্ডারি, ৪টে ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন কেকেআর-এর তারকা উইকেটকিপার।
গুরবাজ ঝড়ে মাত্র ১৬ ওভারে বিনা উইকেটে আফগনারা ১১৪ তুলে ফেলেছিলেন। কিন্তু গতকাল মোদী স্টেডিয়ামে পাকিস্তানের মত আচমকাই ভেঙে পড়ে আফগান ইনিংস। বিনা উইকেটে ১১৪ থেকে ১৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে ইকরাম আলিখিল (৫৮) দারুণ খেলে দলকে ভদ্রস্থ জাগয়া নিয়ে যান।
ইকরামের আউটের পর রশিদ খান (২৩) ও মুজিবুর রহমান (২৮) ঝড়ো ইনিংস খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান। ইংল্যান্ডের পেসাররা খুব খারাপ বল করলেও, দারুণ স্পেল করেন স্পিনার আদিল রশিদ। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। মার্ক উড নেন দুটি উইকেট। রুট, লিভিংস্টোন একটি করে উইকেট নেন। ।