Covid-19: চেলসি ম্যাচের আগে লিভারপুলের তিন ফুটবলার করোনা আক্রান্ত

ইংল্যান্ডে করোনার ঢেউ ফের আছড়ে পড়েছে। রানীর দেশে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। তবে এর মাঝেও জনজীবন মোটের ওপর স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Liverpool (Photo Credits: Getty Images)

লন্ডন, ১ জানুয়ারি: ইংল্যান্ডে করোনার (Covid-19) ঢেউ ফের আছড়ে পড়েছে। রানীর দেশে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। তবে এর মাঝেও জনজীবন মোটের ওপর স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কিন্তু করোনা ছাড়ছে না কাউকেই। রবিবার ভারতীয় সময় রাত ১০ টায় হতে চলা প্রিমিয়র লিগে চেলসির (Chelsea) বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগে লিভারপুলের  (Liverpool)তিন ফুটবলার করোনা আক্রান্ত হলেন। ভার্জিল ভান ডিক, থিয়াগো আলকানতারা, ফাবিনহো এবং কুর্তিস জোনস-এই তিন ফুটবলারের কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। এই কারণে চেলসির বিরুদ্ধে ম্যাচ বাতিলের দাবি তুলেছেন লিভারপুলের কোচ য়ুরগেন ক্লপ। চেলসি ম্যাচ খেলতে যাওয়ার আগে দলের তিনজন ফুটবলারের পাশাপাশি কয়েকজন সাপোর্ট স্টাফও কোভিডও আক্রান্ত হয়েছেন বলে লিভারপুলের কোচ জানিয়েছেন।

এখনও পর্যন্ত করোনার কারণে প্রিমিয়র লিগে মোট ১৮টা ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনও ক্লাবের ফুটবলাররা কোভিড আক্রান্ত হলে প্রিমিয়র লিগে ম্যাচ পিছিয়ে দেওয়ার নিয়মটা ভারী বিভ্রান্তিকর। এর আগে চেলসির কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ার পরেও তাদের ম্যাচ খেলতে হয়। তাই এটা এখনও স্পষ্ট নয় চেলসি-লিভারপুল ম্যাচ পিছিয়ে দেওয়া হবে কি না। আরও পড়ুন: 'বিরাট কোহলিকে টি-২০ দলের নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়েছিল', সৌরভের পাশে দাঁড়ালেন চেতন শর্মা

২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট পেয়ে চেলসি এখন প্রিমিয়র লিগে পয়েন্ট তালিকায় দু নম্বরে। আর ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে লিভারপুল তিনে। ফলে এই ম্যাচ লিভারপুলের কাছে মরণ বাঁচনের। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে ম্যানচেস্টার সিটি।