1983 WC Winning Team on Wrestlers: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে কপিল দেবদের সংযুক্ত বিবৃতি প্রকাশ
প্রতিবাদের বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, 'আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের আক্রান্ত হওয়ার দৃশ্য দেখে আমরা ব্যথিত ও বিচলিত'
প্রতিবাদী কুস্তিগীররা তাঁদের পদক পবিত্র গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার চরম পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দল। এই দলের সদস্যরা শুক্রবার কুস্তীগিরদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তাদের অভাব-অভিযোগ শোনা হবে এবং সমাধান করা হবে। বিশ্বকাপজয়ী দলটি কুস্তিগীরদের প্রতিবাদের বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, 'আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের আক্রান্ত হওয়ার দৃশ্য দেখে আমরা ব্যথিত ও বিচলিত। আমাদের সবচেয়ে বেশি উদ্বেগ হচ্ছে যে, তাঁরা তাঁদের কষ্টার্জিত পদক গঙ্গা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবছেন। সেই পদকগুলির সঙ্গে বছরের পর বছর ধরে পরিশ্রম, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িত। আমরা তাদের অনুরোধ করছি, তারা যেন এ বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেয় এবং আশা করি, তাদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান হবে। দেশের আইনকে প্রাধান্য দেওয়া হোক।'
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। ৩০ মে হরিদ্বারে তাদের বিক্ষোভ সরিয়ে নেন একটি বিশিষ্ট কৃষক দলের নেতাদের শেষ মুহূর্তের আবেদনে। এছাড়া তারা পদক নদীতে ফেলে দেওয়ার হুমকি থেকেও বিরত থাকেন। রবিবার নতুন সংসদ ভবনের দিকে বিনা অনুমতিতে মিছিল করার জন্য প্রতিবাদী কুস্তিগীরদের আটক করার পর পুলিশি অভিযানের পর এই ঘটনা ঘটে। আজকে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও কুস্তি চ্যাম্পিয়নদের এই অভিযোগের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার আবেদন জানিয়েছেন। তিনি অ্যাথলিটদের আশ্বস্ত করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এই মামলার সুষ্ঠু তদন্ত করছে।