Aditi Swami: তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে দেশের ইতিহাসে প্রথমবার সোনা জয়ের নজির 17 বছরের অদিতি স্বামীর, দেখুন ভিডিয়ো
তিরন্দাজিতে ঐতিহাসিক সাফল্য অদিতি গোপিচাঁদ স্বামী-র। ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ১৭ বছরের অদিতি স্বামী।
অবশেষে তিরন্দাজিতে অধরা বড় সাফল্যের লক্ষ্যভেদ। ঐতিহাসিক সাফল্য অদিতি গোপিচাঁদ স্বামী (Aditi Swami)-র। ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ১৭ বছরের অদিতি স্বামী। জার্মানির বার্লিনে আয়োজিত Archery World Championships-র ব্যক্তিগত বিভাগের কম্পাউন্ড ফাইনালে দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রেয়া বেসেরাকে ১৪৯-১৪৭ হারিয়ে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের সাতারার তিরন্দাজ। এই বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম। সেমিফাইনালে জ্য়োতিকে ১৪৯-১৪৫ হারিয়ে ফাইনালে উঠেছিলেন অদিতি।
এর আগে মহারাষ্ট্রের সাতারার মেয়ে অদিতি যুব বিশ্ব তিরন্দাজিতেও সোনা জিতেছিলেন। পাশাপাশি তিরন্দাজির এশিয়া কাপেও সোনা জেতেন অদিতি। চলতি বিশ্ব তিরন্দাজিতে গতকাল, শুক্রবার দলগত কমপাউন্ড ইভেন্টে জ্য়োতি সুরেখা ভেনম, পারনীত কৌরকে নিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অদিতি স্বামী। আরও পড়ুন-জাম্বিয়া মহিলা বিশ্বকাপ দলের কোচের বিপক্ষে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে ফিফা
দীপিকা কুমারী, দোলা বন্দ্যোপাধ্যায়রা দেশকে অনেক সাফল্য এনে দিলেও কখনও বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত বিভাগে সোনা জিততে পারেননি। তবে ২০২১ সালে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছিলেন দীপিকা। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে দু বার দলগত বিভাগে রুপো জিতলেও কখনও ব্যক্তিগত বিভাগে পদক জিততে পারেননি দীপিকা কুমারী।
দেখুন ভিডিয়ো
Aditi Swami gets the FIRST individual WORLD TITLE for India.
The 17-year-old prodigy is now the world champion. 🏆#WorldArcherypic.twitter.com/oBbtgxyzq3
— World Archery (@worldarchery) August 5, 2023
দেখুন ছবিতে
দেখুন ভিডিয়ো
প্যারিস অলিম্পিকে খেলা হবে কমপাউন্ড তিরন্দাজি। প্যারিসে থাকছে শুধু রিকার্ভ তিরন্দাজি। তবে বিশ্বচ্যাম্পিয়ন অদিতির এই মহাসাফল্য প্য়ারিস অলিম্পিকের আগে দেশের তিরন্দাজিকে নতুন আশা জোগালো বলে মনে করা হচ্ছে। যদিও চলতি বিশ্ব তিরন্দাজির রিকার্ভ বিভাগে একেবারে খারাপ ফল করেন ভারতের তিরন্দাজরা। রিকার্ভ আর কম্পাউন্ড বিভাগের ফারাক হল ধনুকে। রিকার্ভ তিরন্দাজির ধনুকে কোনওরকম মেকানিজম (হুইলস, পুল্লিস) থাকে না।