Zohran Mamdani Video: 'পশ্চিমী সংস্কৃতিকে আপন করতে না পারলে তৃতীয় বিশ্বের দেশে ফিরে যান', হাত দিয়ে ভাত খাওয়ায় মামদানিকে কটাক্ষ, পালটা জবাবের বন্যা অন্তর্জালে
আমেরিকার (US) সংস্কৃতি বা পশ্চিমী সংস্কৃতিকে যদি আপন করতে না পারেন, তাহলে তৃতীয় বিশ্বের (Third World Country) দেশে চলে যান। জোরহান মামদানিকে (Zohran Mamdani) এভাবেই কটাক্ষ করলেন আমেরিকার এক সাংসদ। ব্রান্ডন গিল নামে আমেরিকার এক লমেকার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আমেরিকার লমেকার ব্র্যান্ডন বলেন, মামদানি পশ্চিমী সংস্কৃতিকে আপন করতে না পারলে সোজা তৃতীয় বিশ্বের দেশে চলে। ব্র্যান্ডনের ওই মন্তব্যের পর তাঁকে জোরদার কটাক্ষ করা হয় নেটিজেনজের একাংশের তরফে। হাত দিয়ে খেলেই যে তাঁকে পিছিয়ে পড়া বর্গের মানুষ হিসেবে ধরা একেবারেই উচিত নয় বলে অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলতে শুরু করেন, তিনি যখন ভারতে আসেন, সেই সময় তিনিও হাত দিয়ে খাবার খান। আর এর মধ্যে তৃতীয় বিশ্বের দেশে ফিরে যাওয়ার কোনও বিষয় নেই বলে ব্রান্ডনকে পালটা কটাক্ষ করেন বহু মানুষ। এদিকে নিউ ইয়র্কের মেয়র পদে যদি জোরহান মামদানি জিতে যান, তাহলে তিনি ফান্ড বন্ধ করে দেবেন বলে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, জোরহান মামদানিকে যেমন দেখতে তেমনি তাঁর বুদ্ধি। এমন কথা বলেও ভারতীয় বংশোদ্ভুদকে কটাক্ষ করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে।
দেখুন জোরহান মামদানিকে কীভাবে কটাক্ষ করলেন ব্র্যান্ডম গিল...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)