Volcano Erupts In Philippines: ফাটল আগ্নেয়গিরি, গলগল করে বেরোচ্ছে উত্তপ্ত লাভা, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

Volcano Erupts (Photo Credit: X/Screengrab)

ফিলিপিন্সে ( Philippines) ফের শুরু হল অগ্ন্যুৎপাত (Volcano Erupts)। ফিলিপিন্সে মাউন্ট কানলাউ আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে  অগ্ন্যুৎপাত। সোমবার থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয় মাউন্ট কানলাউতে। ফলে আকাশ ঢেকে যায় ছাঁইতে।  মাউন্ট কানলাউতে অগ্ন্যুৎপাতের জেরে গোটা এলাকা জুড়ে উদ্ধার কাজ শুরু হয়। কোনওভাবে উদ্ধার কাজে দেরি হলে, তার প্রভাব যাতে মানুষের জীবনের উপর না পড়ে, সে বিষয়ে জারি করা হয় জোরদার সতর্কতা। প্রসঙ্গত, এই মুহূর্তে ফিলিপিন্সে যে ২৪টি আগ্নেয়গিরি সক্রিয়, তার মধ্যে মাউন্ট কানলাউ অন্যতম। এবার সেই মাউন্ট কানলাউ থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয় ভয় জাগিয়ে। মাউন্ট কানলাউ ঘেঁষে অবস্থিত বাগো শহর ক্রমাগত ছাঁইয়েক আস্তরণে ঢাকতে শুরু করেছে। ফলে বাগো শহর থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেছেন স্থানীয়রা। উদ্ধার কাজের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয় শহর জুড়ে।

দেখুন কীভাবে ছাইঁয়ে ঢাকছে আকাশ...

 

অগ্ন্যুৎপাত শুরু হতেই আতঙ্কে ঘর, বাড়ি ছাড়তে শুরু করেন মানুষজন...

 

অগ্ন্যুৎপাত থেকে মানুষের প্রাণ বাঁচাতে শুরু হয় উদ্ধার কাজ...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now