Viral Video: 'তোমায় দারুণ লাগছে তবে ধুমপান...', তুর্কীর এরদোগানের মশকরায় মুখ ঘুরিয়ে নিলেন মেলোনি, হাসিতে ফেটে পড়লেন ম্যাকরন, ভাইরাল ভিডিয়ো

Erdogan ,Giorgia Meloni , Emmanuel Macron (Photo Credit: X/Screengrab)

ইজিপ্ট সম্মেলনে তুর্কীর প্রেসিডেন্ট এরদোগান (Turkey’s Erdogan) যা বললেন, তাতে হেসে ফেললেন ইমানুয়েল ম্যাকরন। তুর্কীর প্রেসিডেন্টের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) দেখা হলে, তাঁদের দুজনকে গল্প করতে দেখা যায়। ওই সময় হঠাৎ করেই এরদোগান বলে  ফেলেন, 'তোমায় দারুণ লাগছে, তবে ধূমপান ছেড়ে দাও'। এরদোগানের মুখে ওই কথা শুনতে শুনতেই হেসে অন্য দিকে মুখ ঘুরিয়ে নেন জর্জিয়া মেলোনি। সেই সঙ্গে বলতে শুরু করেন, 'আমি জানি' আমি জানি'।

অন্যদিকে এরদোগানের কথা শুনে হেসে ফেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন (Emmanuel Macron)। এরদোগান যা বলেন মেলোনিকে, তা শুনেই সজোরে হাসতে শুরু করেন ইমানুয়েল ম্যাকরন।

আন্তর্জাতিক মঞ্চে তুর্কীর প্রেসিডেন্টের মুখে মেলোনিকে নিয়ে ওই কথা শুনতেই, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পাশাপাশি এরদোগান কীভাবে একজন রাষ্ট্রপ্রধানকে এই কথা বলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ।

দেখুন সেই ভিডিয়ো যেখানে মেলোনিকে ধূমপান ছাড়ার কথা বলতে শোনা যায় এরদোগানকে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement