China: মার্কিন প্রতিনিধির সফর ঘিরে উত্তেজনা চিনে, ফুজিয়ানে রণসজ্জা সেনার
মার্কিন প্রতিনিধি ন্যানসি পেলোসির তাইওয়ান সফর ঘিরে আমেরিকা (US) এবং চিনের (China) মাঝে ফের উত্তাপ বাড়তে শুরু করেছে। ন্যানসি পেলোসির সফরের আগে তাইওয়ানের পূর্বাঞ্চল সাগরে ৪টি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে আমেরিকার তরফে। এরপরই ফুজিয়ান প্রদেশে রণসজ্জার বহর দেখা গিয়েছে। ন্যানসি পেলোসির তাইওয়ান (Taiwan) সফরে দুই দেশের উত্তাপ বাড়তে পারে, এমতাবস্থার ফুজিয়ানে চিনের রণসম্ভারের দেখা মেলে। কামান থেকে শুরু যুদ্ধাস্ত্রের দেখা মেলে ফুজিয়ান শহরে। ফুজিয়ান প্রদেশে রাস্তার উপর বড় বড় যুদ্ধাস্ত্র মোতায়েন করে লাল সেনা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে নতুন করে পারদ চড়তে শুরু করেছে।