Srilanka: তেল নিতে দেড় কিলোমিটারের লম্বা লাইন কলম্বোয়, চাতক পাখির মত তেলের অপেক্ষায় লঙ্কাবাসী

শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটের খণ্ডচিত্র সামনে এল। যেখানে দেখা যাচ্ছে আজ, বুধবার সকাল রাজধানী কলম্বোর এক পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইনে দেড় কিলোমিটার ছাড়িয়েছে।

Colombo Street. (Photo Credits: ANI/Twitter)

শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটের খণ্ডচিত্র সামনে এল। যেখানে দেখা যাচ্ছে আজ, বুধবার সকাল রাজধানী কলম্বোর এক পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইনে দেড় কিলোমিটার ছাড়িয়েছে। আসলে সব পেট্রোল পাম্পে জ্বালানী তেল নেই। হাতে গোনা যে কতগুলিতে আছে সেগুলির সামনে এমন লাইনই দেখা যাচ্ছে।

দেশের তেলের ভান্ডারের যা অবস্থা তাতে এই পেট্রোল পাম্পগুলোও কতদিন খোলা থাকবে তা নিয়ে সন্দেহ আছে। শ্রীলঙ্কা এই চরম সঙ্কট থেকে বেরিয়ে কী করে আসবে তা কেউ জানে না। লঙ্কাবাসী এখন মিরাক্যালের আশায়।

দেখুন ভিডিও