Indian Truck Driver Kills 3: ট্রাকের ধাক্কায় খতম ৩, ক্যালিফোর্নিয়ায় ফের বিপাকে ভারতীয় ট্রাক চালক, 'নেশাখোর' বলল ট্রাম্পের পুলিশ
ফের বিপাকে ভারতীয়। এবার বিপাকে পড়লেন ভারতীয় ট্রাক (Indian Truck Driver) চালক। ২১ বছরের জশনপ্রীত সিং ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। যার জেরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। যশনপ্রীত সিংয়ের হাতে যে দুর্ঘটনা হয়, তার জেরে ৩ জনের মৃত্যুর খবর মেলে।
এদিকে দুর্ঘটনার (Accident) পর পাঞ্জাবের যশনপ্রীত সিংকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেয় মার্কিন প্রশাসন। ট্রাক চালানোর সময় যশনপ্রীত সিং মদ্যপ হয়ে ছিলেন। সেই কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় বলে জানানো হয় মার্কিন পুলিশের তরফে।
রিপোর্টে প্রকাশ, ২০২২ সালে যশনপ্রীত সিং প্রথম মার্কিন মুলুকে প্রবেশ করেন অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে। ওই সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মার্কিন প্রশাসনের হাতে ধরা খেতে হয় তাঁকে। তবে জো বাইডেন সরকারের তরফে পরে মুক্ত করা হয় যশনপ্রীত সিংকে। এবার সেই যশনপ্রীত সিংকে ফের গ্রেফতার করা হল দুর্ঘটনায় ৩ জনকে হত্যার অভিযোগে।
দেখুন যশনপ্রীত সিং কীভাবে দুর্ঘটনার মুখে পড়েন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)