SriLanka: শ্রীলঙ্কার গঠিত হল নতুন সরকার, রাষ্ট্রপতির সচিবালয়ে শপথ নিল নব গঠিত মন্ত্রীসভা

Dr. Harini Amarasuriya was sworn in as Prime Minister (Photo Credit: X@KalaniWrites)

শ্রীলঙ্কার (SriLanka) নব গঠিত মন্ত্রীসভা আজ শপথ নিয়েছে। রাজধানী কলম্বোয়(Colombo) রাষ্ট্রপতির সচিবালয়ে রাষ্ট্রপতি অণুরা কুমারা ডিসানায়েকের (President Anura Kumara Dissanayake) উপস্থিতিতে নতুন মন্ত্রীরা শপথ নেন। ২২ সদস্যের এই মন্ত্রীসভা দেশের জরুরী সমস্যার সমাধান এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর হরিণী অমরাসুরিয়া প্রধানমন্ত্রী পদ ছাড়াও শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন। বিদেশ ও পর্যটন দপ্তরের দায়িত্বে রয়েছেন বিজিথা হেরাথ। পরিবহন, মহাসড়ক ও অসামরিক উড়ান চলাচল দপ্তর রয়েছে বিমলরথ নায়েকের হাতে।স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়ছেন ।