Pedro Sanchez:মোদী রাজ্যে স্পেনের প্রেসিডেন্ট, ভাদোদারায় পা রাখলেন পেদ্রো সানচেজ, দেখুন ভিডিয়ো

ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করতেই ভারতের এই উদ্যোগ। সানচেজ ভারতে আসার পর তাঁকে অভিভাদন জানিয়ে বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছে, "বিয়েনভেনিডো এ ইন্ডিয়া।"

স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানতেজ (ছবিঃ ANI)

নয়াদিল্লিঃ ভারত সফরে এলেন স্পেনের(Spain) প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ(Pedro Sanchez)। সোমবার ভোরে গুজরাটের(Gujarat) ভাদোদরায়(Vadodara) পৌঁছেছেন তিনি। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) সঙ্গে দেখা করবেন তিনি। ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করতেই ভারতের এই উদ্যোগ। সানচেজ ভারতে আসার পর তাঁকে অভিভাদন জানিয়ে বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছে, "বিয়েনভেনিডো এ ইন্ডিয়া।" এদিন রনধীর জওসওয়াল টুইট করেন, "স্পেনের প্রেসিডেনড় সানতেজ ভারতের মাটিতে পা দিয়েছেন। ভাদোদারায় এসে পৌঁছেছেন তিনি। ১৮ বছরে প্রথম স্পেনের প্রেসিডেন্ট ভারতে পা দিলেন। ভারত-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের অন্যতম লক্ষ্য।"

মোদী রাজ্যে স্পেনের প্রেসিডেন্ট, ভাদোদারায় পা রাখলেন পেদ্রো সানচেজ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now