Russia-Ukraine War: চারনিহিভ সেতু ভেঙে দিল রুশ সেনা, উদ্ধার কাজ কীভাবে, ভাবছে ইউক্রেন
ইউক্রেনের (Ukraine) রজধানী কিভের চারনিহিভ সেতু (Chernihiv Bridge ) ভেঙে দিল রাশিয়া। কিভ (Kyiv) থেকে ১৩০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত এই চারনিহিভ সেতু ব্যবহার করে উদ্ধার কাজ শুরু করে ইউক্রেনীয় সেনা। রাশিয়া হামলা চালানোর পর চারনিহিভে যেমন বিদ্যুতের আলো পৌঁছচ্ছে না, তেমনি সেখানকার মানুষ খাবার, জলের অভাবে ধুঁকছেন। সবকিছু মিলিয়ে চারনিহিভ সেতু ব্যবহার করে সেখান থেকে যেমন সাধারণ মানুষকে উদ্ধার করা হচ্ছিল, তেমনি স্থানীয়দের খাবারের যোগান দেওয়ার কাজও শুরু হয়। কিন্তু এবার সেই সেতু ভেঙে দিল রুশ সেনা।