Peru Tsunami: বছর শেষে আছড়ে পড়ল ভয়াবহ সুনামি, ২০ ফুটেরও বেশী ঢেউয়ে তছনছ বোট, দেখুন ভিডিয়ো

২০২৪ সালের প্রথম দিনে জাপানে ৮ মাত্রার ভূমিকম্প এসে সব গিয়েছে তছনছ করে দিয়েছিল। ভূমিকম্পে শুরু হওয়া প্রাকৃতিক বিপর্যয় ভরা বছরের শেষটা হচ্ছে সুনামি দিয়ে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আছড়ে পড়ল সুনামির বিশাল ঢেউ।

Peru Tsunami. (Photo Credits:X)

২০২৪ সালের প্রথম দিনে জাপানে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এসে সব গিয়েছে তছনছ করে দিয়েছিল। ভূমিকম্পে শুরু হওয়া প্রাকৃতিক বিপর্যয় ভরা বছরের শেষটা হচ্ছে সুনামি দিয়ে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আছড়ে পড়ল সুনামির বিশাল ঢেউ। ঢেউয়ের উচ্চতা সাড়ে ৬ মিটার (২০ ফুট) ছাপিয়ে গেল। পেরুর উত্তরাঞ্চলের উপকূলে সুনামি বড় ধ্বংসযজ্ঞ দেখাল। মানকোরা, লোবিতোস, এল নুরো এবং কাবো ব্লাঙ্কোয় আসা বড় মাত্রার সুনামিতে মাছ ধরার ছোট-বড় বোট সব ভেঙে দিল। বেশ কিছু ডক বা বন্দরও ধ্বংস হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পেরুর সুনামির যে সব ভিডিয়ো দেখা যাচ্ছে, তা দেখে রীতিমত আঁতকে উঠতে হচ্ছে।

পেরুর প্রশাসনের পক্ষ থেকে জাাননো হয়েছে শনিবার রাত পর্যন্ত সুনামির বিশাল ঢেউয়ের প্রভাব থাকবে। এর ফলে পিউরা ও তুমবেস বন্দর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত ৪০টি-রও বেশী বোট,সমুদ্র সৈকতের ধারে থাকা তিনটি স্পা, ১৭টি রেস্তোরাঁ, তিনটি বাড়ি ধ্বংস বা ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।

দেখুন পেরুর সুনামি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)