Korean Air: মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার দুঃসাহসী চেষ্টা, আতঙ্কে যাত্রীরা
বিমান যখন মাঝ আকাশে হঠাৎই এক পুরুষ যাত্রী ইমার্জেন্সি দরজার কাছে গিয়ে তা খোলার চেষ্টা করেন। দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাঁকে বাধা দেন বিমানের ক্রু সদস্যরা।
মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা (Emergency Exit) খোলার চেষ্টা করলেন এক যাত্রী। শুক্রবার, ৮ নভেম্বর কোরিয়ান এয়ার-এর (Korean Air) KE658 বিমানটি ব্যাংকক এবং থাইল্যান্ড হয়ে দক্ষিণ কোরিয়ার সিওল (Seoul) যাচ্ছিল। বিমান যখন মাঝ আকাশে হঠাৎই এক পুরুষ যাত্রী ইমার্জেন্সি দরজার কাছে গিয়ে তা খোলার চেষ্টা করেন। দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাঁকে বাধা দেন বিমানের ক্রু সদস্যরা। ক্রু সদস্যদের সাহসিকতার জেরে প্রাণ রক্ষা পায় সকল বিমানযাত্রীদের। তবে ওই ব্যক্তির কাণ্ডে সহযাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে ঘটনার ব্যাখা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিমানের সকল যাত্রীই সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছেছেন। সিওল বিমানবন্দরে পৌঁছতেই ওই ব্যক্তিকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার দুঃসাহসী চেষ্টা, দেখুন...