Pakistan: গাজার উপর ইসরায়েলি হামালর প্রতিবাদ, কোকাকোলায় চাকরির ক্যাম্পাসিইং বয়কট করাচি পড়ুয়াদের
ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে আমেরিকান সংস্থা কোকাকোলা নিজের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে।
গাজার (Gaza) উপর ইজরায়েল (Israel) হামলার প্রতিবাদ এবার পাকিস্তান করাচির বিশ্ববিদ্যালয়ে। করাচির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্টেশনে (Institute of Business Administration, Karachi) ক্যাম্পাসিংয়ের জন্যে এসেছিল কোকাকোলা সংস্থা (Coca Cola)। সংস্থার তরফে ক্যাম্পাসিংয়ে আসা কর্তৃপক্ষ যখন মঞ্চে বক্তৃতা রাখতে ওঠেন তখন একে একে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অডিটোরিয়াম কক্ষ থেকে বেরিয়ে যান। তাঁদের হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড। গাজায় (Gaza) চলা হামলার প্রতিবাদী প্ল্যাকার্ড। করাচির (Karachi) ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে আমেরিকান সংস্থা কোকাকোলা নিজের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে। সেই প্রতিবাদে কোকাকোলার ক্যাম্পাসিং বয়কট করেছেন করাচির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
দেখুন ভিডিয়ো...