Pakistan: গাজার উপর ইসরায়েলি হামালর প্রতিবাদ, কোকাকোলায় চাকরির ক্যাম্পাসিইং বয়কট করাচি পড়ুয়াদের

ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে আমেরিকান সংস্থা কোকাকোলা নিজের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে।

Pakistan IBA Students Protest Against War in Gaza (Photo Credits: X)

গাজার (Gaza) উপর ইজরায়েল (Israel) হামলার প্রতিবাদ এবার পাকিস্তান করাচির বিশ্ববিদ্যালয়ে। করাচির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্টেশনে (Institute of Business Administration, Karachi) ক্যাম্পাসিংয়ের জন্যে এসেছিল কোকাকোলা সংস্থা (Coca Cola)। সংস্থার তরফে ক্যাম্পাসিংয়ে আসা কর্তৃপক্ষ যখন মঞ্চে বক্তৃতা রাখতে ওঠেন তখন একে একে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অডিটোরিয়াম কক্ষ থেকে বেরিয়ে যান। তাঁদের হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড। গাজায় (Gaza) চলা হামলার প্রতিবাদী প্ল্যাকার্ড। করাচির (Karachi) ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে আমেরিকান সংস্থা কোকাকোলা নিজের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে। সেই প্রতিবাদে কোকাকোলার ক্যাম্পাসিং বয়কট করেছেন করাচির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

দেখুন ভিডিয়ো... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)