Pakistan Blast: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে চারপাশে ছড়িয়ে রক্ত, শোনা যাচ্ছে মানুষের চিৎকার

Pakistan Blast (Photo Credit: Twitter)

পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় ভয়াবহ বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০০ জন। পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনওয়ার (Khyber Pakhtunkhwa) প্রদেশের বাজাউরের (Bajaur) খারে (Khar) বিস্ফোরণ হয়। মৃতদের মধ্যে স্থানীয় একজন জেইউআই-এফ নেতাও রয়েছে বলে জানা যা।  যাঁর নাম আমির জাইউল্লা জান। খাইবার পাখতুনওয়ায় ভয়াবহ বিস্ফোরণের জেরে একের পর এক মৃত্যুর জেরে তা নিয়ে জল্পনা ছড়াতে শুরু করেছে।  রিপোর্টে প্রকাশ, খাবার পাখতুনওয়ায় যে বিস্ফোরণ হয়, তাতে ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয় কমপক্ষে। শুধু তাই নয়, ঘটনাস্থলে যাঁরা হাজির ছিলন, তাঁদের বিবরণে জানা যায়, বিস্পোরণের পর সর্বত্র রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে।  সেই সঙ্গে শোনা যায়, মানুষের চিৎকার।