Myanmar Earthquake: ফের বড় কম্পন মায়ানমারে, হাজারেরও বেশী মানুষের মৃত্যুর পর কেঁপেই চলেছে মাটি

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপের তলায় মায়নামার। ৭.৭ মাত্রার অতি তীব্র ভূমিকম্পের পর ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হচ্ছে একের পর দেহ।

Myanmar Earthquake: ফের বড় কম্পন মায়ানমারে, হাজারেরও বেশী মানুষের মৃত্যুর পর কেঁপেই চলেছে মাটি
Myanmar Earthquake. (Photo Credits; X)

Myanmar Earthquakes: ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপের তলায় মায়নামার। ৭.৭ মাত্রার অতি তীব্র ভূমিকম্পের পর ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হচ্ছে একের পর দেহ। গণ কবরের পরেও অনেক দেহই জমা পড়ে থাকছে। গতকাল ৭.৭ মাত্রা অতি জোরালো ভূমিকম্পের পর ৬.৬ মাত্রার আফটার শক। এদিন দুপুরে উদ্ধার কাজের মাঝে আরও একটি ভূমিকম্প হল মায়নামারে। গত ২৪ ঘণটায় এটি মায়নামারে ১৬তম কম্পন। ৫.১ মাত্রার সেই ভূমিকম্পে মায়ানমারের ফের আতঙ্ক ছড়াল। এদিকে, মায়নামারের পাশাপাশি ব্যাঙ্কক সহ তাইল্যান্ডও তছনছ হয়ে গিয়েছে। এদিন, তাইল্যান্ডে একটি বাড়ি ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়। সেই বাড়িটি গতকালের ৭.৭ মাত্রার কম্পনের পর বেশ ক্ষতিগ্রস্থ হয়েছিল।

এদিন আফটারশকেপর পর ব্যাঙ্ককে বাড়িটি ভেঙে পড়ে। মায়নামার, তাইল্যান্ড জুড়ে গত ২৪ গণ্টা ধরে এমন ঘটনা বারবার দেখা যাচ্ছে। তাসের ঘরের মত হুড়মুড়িয়ে পড়ছে একের পর এক ঘর।

দেখুন মায়ানমার ভূমিকম্পের ভয়াবহ ভিডিয়ো

তাসের ঘররে মত ভেঙে পড়ল তিনতলা বাড়ি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement